নার্সিং এ কেন পড়বেন ?

আপনারা জীবন ও জীবিকায় কেন বেঁছে নিবেন নার্সিং পেশাকে ?
**** পদ মযার্ দায় আপনি হবেন 2nd class officer ৷
*** নার্সিং একটি চ্যালেনজীং পেশা যা থেকে অজর্িত জ্ঞান ও দক্ষতা দ্বারা আপনি ব্যাক্তিগত ও সামাজিক জীবনে স্বাস্থ সেবায় রাখতে পারবেন উল্লেখযোগ্য অবদান ৷
***নার্সিং পেশায় যেমন আপনি আয় করতে পারবেন তার পাশাপাশি রোগীদের মন থেকে সেবা করলেই সাথে সাথে আপনার আমলনাময় ডিপোজিট হিসেবে জমা হবে সওয়াব আর সওয়াব ৷
যার সঠিক, পুরষ্কার নিশ্চই আল্লাহ দান করবেন !
***আর জীবনে মানুষের দোয়া অনেক বড় কিছু ৷ এই অসুস্থ অসহায় মানুষগুলির দোয়াই আপনাকে একদিন অনেক বড় মযার্ দার আসনে আসীন করবে ৷
*** যখন নার্সিং পড়াশোনা শেষ করবেন দেখবেন , আপনি দিব্যি চাকুরী করে মা-বাবার মুখে হাসি ফুটিয়েছেন ৷ অথচ আপনারই বন্ধুরা যারা জেনারেল এ পড়াশোনা করছেন দেখবেন তারা তখনও চাকুরী জন্য হন্যে হয়ে ছুটছে / টিউশনি করতেছেন ৷ আর এটা ওনাদেরও দোষ নয় কেবলই বাংলাদেশের
বতর্ মান প্রেক্ষাপট আর কঠিন বাস্তবতা মাত্র ৷
***বাংলাদেশেই আমার দেখা অনেক বাংলাদেশী নার্স আছেন যারা এক জায়গায় চাকুরী করেই আয় করছেন ২০-৮০ হাজার টাকা ৷ অথর্াৎ আপনি পাচ্ছেন আথর্িক সচ্ছলতা ৷ শুধু আপনার প্রয়োজন নিজেকে সেই যোগ্যতায় যোগ্য করে তোলা ৷
***আর আপনি যদি ডিপ্লোমা-বিএসসি করে বসে থাকেন তাইলে চলবে না ৷ M.Sc , Mph ,Mss , BCS, PhD পযর্ ন্ত যাওয়ার টাগর্েট নিয়া পথ চলতে হবে ৷ যদি এই পথচলায় পুরোপুরি সফল নাও হন তবুও পিছন ফিরে তাকালেই দেখবেন , পথ চলতে চলতে অনেক দূর চলে আসছেন ৷ যা আপনার হাতের মুঠোয় এনে দিবে.........জীবনের স্বাথর্ কতা ৷
*** আর যেহেতু নার্সিং একটি international profession তাই আপনি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চাকুরী ও উচ্চ শিক্ষার মাধ্যমে নিজেকে আর নিজ মাতৃভূমিকে করতে পারেন সম্মানিত, গৌরবান্বিত ৷

0/Post a Comment/Comments