ধাপ ১: প্রথমে বিকাশের এই অফিসিয়াল অফার লিংকটি ভিজিট করুন এবং আপনার বিকাশ নাম্বার দিন। পুরো পোস্ট পড়ুন এবং সবগুলো ধাপ সম্পন্ন করুন।
শেষ পর্যন্ত সম্পন্ন না করলে বোনাস পাবেননা। :https://app.bkash.com/sign-up?referralCode=1B4NGNW7
ধাপ ২: যদি ক্যাপচা আসে তাহলে I am not a robot লেখার পাশে ছোট বক্সে ক্লিক করুন। I agree বক্সে ঠিক চিহ্ন দিয়ে Submit এর পাশে তীর এ ক্লিক দিন।
ধাপ ৩: You Have Successfully Signed Up আসলে Google Play আইকনে ক্লিক দিয়ে বিকাশ App টি ডাউনলোড করুন। যদি আপনার আইফোন থাকে তাহলে আইফোনের জন্য অ্যাপল অ্যাপ স্টোর বাছাই করতে হবে।
ধাপ ৪: App টি ওপেন করে আপনার বিকাশ নাম্বারটি দিন।
ধাপ ৫: বিকাশ সিমটি ফোনে থাকলে অটোমেটিক একটি কোড বসে যাবে। অন্যথায় সেই সিমে এসএমএসের মাধ্যমে যে কোড যাবে সেই কোড অ্যাপে প্রবেশ করুন। পরবর্তীতে নাম, ছবি দিয়ে Next করুন।
ধাপ ৬: সবশেষে আপনার নাম্বারে বিকাশ অ্যাপ থেকে ১০টাকা মোবাইল রিচার্জ করুন। (অ্যাপ থেকে কোনো লেনদেন না করলে বোনাস পাবেননা। তাই যত তাড়াতাড়ি সম্ভব অন্তত মোবাইল রিচার্জ কিংবা ক্যাশ আউট/সেন্ড মানি করতেই হবে)।
ব্যাস, কাজ শেষ! আপনি ৫০টাকা বোনাস পাবেন ২৪ ঘন্টার মধ্যে।
Post a Comment