প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ দ্বিতীয় ধাপে আসা ইংরেজি অংশের সবচেয়ে নির্ভরযোগ্য বিস্তারিত ব্যাখ্যা ও সমাধান

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ ২য় ধাপে আসা ইংরেজি অংশের সবচেয়ে নির্ভরযোগ্য বিস্তারিত ব্যাখ্যা ও সমাধান

জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম 


1. Which of the following is in plural form?

ক) analysis  খ) media  গ) datum.  ঘ) radius

Ans: খ

Singular ------ Plural 

Analysis ------ analyses

Medium ------ media

datum (ডেইঠাম) -------- data (ডেইঠা) 

radius (রেইডিয়াই)---------  radii (রেইডিয়াই)/radiuses


2. I need to install an.......fan in the kitchen.

ক) exhaust   খ) exsost  গ) egzost  ঘ) adjust

Ans: ক

exhaust (noun) = ইঞ্জিনের অথবা পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত বর্জ্য গ্যাস (waste gas)। 

exhaust fan = গ্যাস বের করে দেয়ার জন্য ব্যবহৃত ফ্যান/পাখা। 


3. Man did not know that the earth moves round the sun until it was---

ক) demonstrated   খ) discovered

গ) experienced      ঘ) invented

Ans: খ

কোনো কিছুর অস্তিত্ব খুঁজে বের করা বুঝাতে discover ব্যবহৃত হয়। তাই কোনো বস্তু, স্থান, ঘটনা বা তত্ত্বের উদঘাটন বা আবিষ্কার বুঝাতে discover ব্যবহৃত হয়।

Radium was discovered by Madame Curie.

Penicillin was discovered by Flemming. 

America was discovered by Columbus. 

এমন আবিষ্কার বুঝাতে discovery ব্যবহৃত হয়।

The discovery of penicillin is a sensational event.

The discovery of radium brought Curie fame and fortune. 

The theory of relativity was discovered by Einstein. 


পূর্বে ছিল না কোনো কিছু সম্পূর্ণ নতুনভাবে সৃষ্টি করা বা উদ্ভাবন করা বুঝাতে invent ব্যবহৃত হয়। 

I wish mobile phone had not been invented. 

John Logie Baird invented television. 

আর উদ্ভাবন বুঝাতে invention ব্যবহৃত হয়।

The invention of computer is an epoch-making event.


4. What does CV stand for?

ক) Curriculam Vitae  খ) Curriculum Vitea 

গ) Curriculum Vitae   ঘ) Currient Vitae

Ans: গ 

CV/Curriculum Vitae (UK) = Resume (US)

A CV is a short written record/description of your education, qualifications and the jobs you have done, and sometimes also your personal interests  that you send to an employer when you are applying for a job. 


5. Can you tell me where.....?

(বলতে পার কী রহিম কোথায় থাকে/বাস করে?)

ক) lives Rahim    খ) does Rahim lives  

গ) Rahim lives    ঘ) Rahim does live

Ans: গ

Embedded question এ wh word + sub+ verb

--- sub + verb --- + wh word + sub +verb

I know where he lives.

(I know where does he live. নয়) 


6. To everyone's surprise he got.......the examination.

(প্রত্যেকে অবাক হলো  সে পরীক্ষায় সফল হলো)

ক) through  খ) failed   গ) over  ঘ) passed

Ans: ক

get through something = পরীক্ষায়, প্রতিযোগিতায়  সফল হওয়া।

I got through my exams without too much difficulty. He got through his admission test. 

get over = কাটিয়ে উঠা, আরোগ্য লাভ করা। 

He have not got over his father's death yet.

It took a long time to get over his illness.


7. He was brought to the police station for...

ক) judgement    খ) questioning

গ) confinement   ঘ) punishment 

Ans: খ

He was brought to the police station for questioning. (তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে আনা হয়েছিল) 

He was taken to the police station for questioning.

(Oxford Advanced Learner's Dictionary, questioning)

Three suspects were taken in for questioning at the pilice station. (তিনজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে /থানায় আনা হয়েছিল।)

(Cambridge Advanced Learner's Dictionary) 

questioning = interrogation (জিজ্ঞাসাবাদ, জেরা) confinement=বন্দীত্ব, আটকাবস্থা, অবরোধ।


8.  What is the meaning of the word 'Vice Versa'?

ক) For example  খ) Face to face

গ) Namely            ঘ) The terms being exchanged


Ans: ঘ 

Vice Versa= যা বলা হয়েছে তার বিপরীতটাও ঠিক।

e.g. I love her and vice versa  = She also loves me).

He doesn’t like me, and vice versa (=I also don’t like him).


e.g. [ = exempli gratia (Latin)] = for example 

You should eat more food containing a lot of fibre, e.g. fruit, vegetables and bread.


viz. = namely 

We both shared the same ambition, viz, to make a lot of money and retire at 40. 


vis-a-vis (adj, adv) = face to face, opposite, মুখোমুখি 

We sat vis-a-vis at the dining table.


9. A sentence is a group of words that expresses a complete... 

ক) paragraph খ) predicate গ) fragment ঘ) thought

Ans: ঘ

বাক্য হচ্ছে পূর্ণ ভাবনা ব্যক্ত করে এমন শব্দগুচ্ছ।

A sentence is a word or group of words that expresses a complete thought or makes a complete sense. 

 


10. A lot of news in those papers......unreliable.

(ওসব পত্রিকার প্রচুর খব নির্ভরযোগ্য নয়)

ক) is খ) were গ) being  ঘ) are

Ans: ক

এখানে subject এর head word হচ্ছে news যা uncountable noun তাই singular verb ব্যবহৃত হবে।

প্রশ্নের বাক্যে A lot of হচ্ছে determiner আর in those papers হচ্ছে adjective phrase (কার্যত)/ prepositional phrase (গাঠনিকভাবে) যা verb উপরে প্রভাব ফেলে না।

No news is good news.


11. 'To read between the lines' means.....

ক) To read quickly to save time

খ) To read carefully to find out any hidden meaning গ) To read carefully 

ঘ) To read only some lines

Ans: খ

To read between the lines = গোপন/গুঢ় অর্থ বের করতে মনোযোগের সাথে পড়া, আসল মর্মার্থ বুঝার চেষ্টা করা।


কারো বলা বা লেখা থেকে তার উদ্দেশ্য অথবা প্রকৃত অনুভূতি বুঝতে চেষ্টা করা। 

Reading between the lines, I'd say she isn't happy with the marriage. 

কোনো কিছুর মধ্য থেকে সরাসরি বর্ণিত নয় এমন অর্থ আবিষ্কার করা অথবা খোঁজ করা। 

Reading between the lines, I think your wife wants to leave you. 


12. The word 'decade' means: 

ক) rotten objects 

খ) decaying old age

 গ) a group of ten people  

ঘ) a period of ten years

Ans: ঘ

Decade (ডিখেইড) =এক দশক, বিশেষত টানা দশ বছর যেমন ২০০০-২০০৯, ২০১০-২০১৯, ২০২০-২০২৯

A decade of misgovernment has bankrupted the country. (এক দশকের অপশাসন/কুশাসন দেশটিকে দেউলিয়া করেছে) 

 Amitab Bacchan's acting career spanned almost six decades. 

Bangladesh attained independence in 1971, after decades of struggle. 


13. পাখিরা কিচির মিচির করে।- এর অনুবাদ

ক) Birds shout at dawn.

খ) Birds cry at dawn.

গ) Birds sing at dawn.  

ঘ) Birds twitter at dawn.

Ans: ঘ

Twitter = (পাখি সম্বন্ধে) কিচির মিচির করা, (মানুষ সম্বন্ধে) ভয়ে, উত্তেজনায় দ্রুত কথা বলা। 

Chirp = (ছোট পাখি বা পতঙ্গ সম্বন্ধে) কিচিরমিচির শব্দ করা। 

The birds were chirping. (পাখিরা কিচিরমিচির করছিল) 


14. 'Syntax' means

ক) Supplementary text. 

খ) Synchronizing act 

গ) Manner of speech 

ঘ) Sentence building 

Ans: ঘ

Syntax (সিনট্যাক্স) = sentence building/construction 

Syntax = the grammatical arrangements of words and phrases to create well-formed sentence.


15. The minister told his officials to.....a press conference. (মন্ত্রী তার কর্মকর্তাদেরকে সংবাদ সম্মেলন আয়োজন করতে বললেন 

ক) announce   খ) arrange 

গ) prepare       ঘ) speak

Ans:খ

arrange a meeting/a press conference 

সভা/সংবাদ সম্মেলন আয়োজন করা। 


16. 'Oncology' related to------

ক) Law খ) Medicine  গ) Ecology  ঘ) Environment 

Ans:খ

Oncology=the study and treatment of tumours.


17. A remedy for all diseases... 

ক) all cure খ) panorama গ) polyglot   ঘ) panacea

@ ঘ

remedy= প্রতিকার; panorama= বিস্তৃত দৃশ্য; 

polyglot =বহুভাষী ব্যক্তি ; 

panacea=সর্বরোগহর, সর্বরোগের প্রতিকার। 

Technology is not a panacea for all our problems. 

There is no panacea for the economic problem of Sri Lanka right now. 


18. 'Brain child' means....

ক) special child    খ) intelligent person

গ) a person's idea  ঘ) autistic child

Ans: গ

Brainchild হচ্ছে কোনো ধারণা বা উদ্ভাবন যা বিশেষ কোনো ব্যক্তির সৃজনশীলতা বিবেচনা করা হয়।

(brainchild হবে, brain child নয়)

MASTER is the brainchild of Md. Jahangir Alam. 


19. A stage of shortsightedness......

(ক্ষীণদৃষ্টির একটা ধাপ/পর্যায়---) 

ক) Myopia  খ) Autopsy   গ) Maternity  ঘ) Abortion  

Ans: ক

Myopia (দৃষ্টিক্ষীণতা) =. A stage of shortsightedness

autopsy/ post-mortem (ময়নাতদন্ত) = Medical examination of a dead body. 

Maternity (মাতৃত্ব) = A stage of motherhood

Abortion (গর্ভপাত) = Medical termination of pregnancy 

এই প্রশ্নটি নতুন এবং ৪ টি অপশন সহ হুবুহু MASTER এর Substitution অংশের Miscellaneous টেবিলের শেষ অংশ থেকে এসেছে (২০২১ এডিশনে ১০০৪ পৃষ্ঠা) 


20. A state where all religions are respected.......

(এমন দেশ যেখানে সব ধর্মকে সম্মান করা হয়---) 

ক) Good state    খ) Secular 

গ) Holy country  ঘ) Reactor  

Ans: খ 

Secular (ধর্মনিরপেক্ষ)

Bangladesh is a constitutionally secular state. 


4 টা (2, 7, 15, 18) বাদে বাকি ১৬ টি MASTER থেকে হুবুহু কমন এসেছে এবং সবগুলোই বিগত সালের রিপিট প্রশ্ন।

0/Post a Comment/Comments