![]() |
ফারজানা চৈতি |
তোমার একটা তুমি হবো
- মুহাইমিনুল ইসলাম
----
ভাবছি শৈশবের একটা দুটো ইচ্ছে হবো
জলছবির রঙের মত লেপ্টে থাকবো তোমার সমগ্র স্মৃতিপট জুড়ে।
ভাবছি স্নানের জল হবো
কী অনায়াসেই পাবো তোমায় ছুঁয়ে দেবার প্রচণ্ড অধিকার।
ভাবছি একরাশ দুঃখ হবো
তীব্র আকুলতায়,গভীর বেদনায় বরণ করে নেবে আমায়।
ভাবছি রাস্তার ল্যাম্পপোষ্ট হবো
চরাচর আধারে ব্যাপ্ত করে কেবল তোমায় ভিজিয়ে দেবো
নিয়ন আলোর বন্যায়।
ভাবছি যাচ্ছেতাই কবিতা হবো
মাঝরাতে ঘর আলো করা 'দুচ্ছাই' বলে
ঠোট ওল্টানো তোমাকে দেখবো।
ভাবছি দগ্ধ নীলাকাশ হবো
মুগ্ধ অপলোক চোখে সব সময় দেখতে পাবো তোমাকে।
ভাবছি একচিলতে হাসি হবো
তোমার ঠোটের কোণে হবে আমার আমৃত্যু কারাবাস।
ভাবছি লোনাজল হবো
নরম স্পর্শে তোমার গাল বেয়ে টুপ করে ঝড়ে পড়বো মুক্তো হয়ে।
ভাবছি একটুকরো সাবান হবো
শুভ্র ফেনিল সমুদ্রে হবে আমাদের অবগাহন।
ভাবছি তোমার প্রথম গোলাপ হবো
তোমার যত্নে বিকশিত হবো,তোমার স্পর্শে পাবো পুর্ণতা।
ভাবছি একটি উপন্যাস হবো
কাঁধ পেরিয়ে চুলের মেঘ এলিয়ে দিও বইয়ের পাতায়।
ভাবছি রঙবেরঙের স্বপ্ন হবো
মহাকালের অনন্ত যাত্রায় তোমার নিদ্রুলু চোখে হবে আমার বসবাস।
ভাবছি এবার শরৎ হবো
কী ব্যাকুল হয়ে দেখবো কাশফুলে তোমার উচ্ছলতা।
ভাবছি ভোরের বাতাস হবো
বকুলের গন্ধ মেশানো দুঃখ ভুলানিয়া চিঠি
পৌছে দেবো তোমার দোরে।
ভাবছি জোছনার ফেরিওয়ালা হবো আদুল কলতলা হবো
ভাবছি একটা নুপুর হবো,নরম পায়ের আলতা হবো
ভাবছি শিশুর কান্না হবো,অপার নৈঃশব্দ হবো
ভাবছি নদীর স্রোত হবো,পাল তোলা নৌকা হবো।
ভাবছি চোখের কাজল হবো,মনখারাপের বিকেল হবো।
ভাবছি কতই আকাশ পাতাল
ওসব ডাক্তার ইঞ্জিনিয়ার আর হবো না
ভাবছি এবার সত্যিকারের তোমার একটা তুমি হবো।
-------------------------------------
Post a Comment