সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার অর্জন
# ১১৩ বছরের ঐতিহ্যবাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী সুনাম অক্ষুণ্ণ রেখে কভিডকালীন সময় থেকে আরও জোরালো এবং সুচারুভাবে শিক্ষার্থী এবং প্রশিক্ষনার্থীদের কোয়ালিটি এডুকেশন নিশিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে শ্রদ্বেয় অধ্যাপকমন্ডলী নিজ দায়িত্ববোধ থেকে জুম, মিট এবং লাইভের মাধ্যমে অনলাইন শ্রেণিকার্যক্রম শুরু করেছেন।
# পরবর্তীতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান আরও সুন্দর ভাবে উপস্থাপন এবং বোধগম্য করার জন্য কলেজ কর্তৃক তিন দিনের ইনহাউজ ট্রেনিং এর ব্যবস্থা করা হয় এবং পর্যাপ্ত মেটেরিয়ালস টি টি সি ঢাকা ইনহাউস ট্রেনিং ফেসবুক গ্রুপে আপলোড করা হয় যেন ভবিষ্যতে এসকল মেটেরিয়াল শিক্ষকগণ প্রয়োজনীয় ক্ষেত্রে কাজে লাগাতে পারে।
# একইভাবে শিক্ষার্থী,প্রশিক্ষনার্থীদের একদিনের অনলাইন রুটিনের মাধ্যমে জুম ইন্সটল, এর ব্যবহার বিধি এবং অন্যান্য সফটওয়্যার সম্পর্কিত ট্রেনিং দেয়া হয়।
এতে করে শিক্ষক-শিক্ষার্থীদের ইন্টারেকশন, কমিনিউকেশন,পাঠ আদান-প্রদান অত্যন্ত চমৎকারভাবে হয়েছে বলে আমারা মনে করি।তথ্যপ্রযুক্তির ব্যবহারের কল্যাণেই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের ক্লাসে সাড়া এবং উপস্তিতির বিষয়টি নিশ্চিত করা গিয়েছে।
# কভিডকালীন সময়ে কলেজ কর্তৃপক্ষের নির্দেশক্রমে ফেসবুক অফিসিয়াল পেজ ক্রিয়েট এবং সকল ধরনের একাডেমিক তথ্য আপলোড,প্রশাসনিক নোটিশ দেয়ার মাধ্যমে সকল প্রশিক্ষনার্থী শিক্ষার্থীকে একত্র করার বিষয়টি সত্যিই অন লাইন এডুকেশন/ই-লার্নিং এর জন্য দৃষ্টান্ত। যে যেখানেরই থাকুক না কেন প্রত্যেকের সাথে যোগাযোগ ছিল হাতের মুঠোয়।সত্যিই এগুলো দৃষ্টান্ত।
# টিটিসি ঢাকার ২০২০ শিক্ষাবর্ষের বি.এড কোর্সের অনলাইন শ্রেণি পাঠদান কার্যক্রম পরিদর্শন এবং উপস্তিতি নিশ্চিত করার জন্য গঠন করা হয় অনলাইন মনিটরিং কমিটি
# ২০২০ শিক্ষাবর্ষের বি.এড ও এম.এড কোর্সের পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রনয়ণ, বিতরণ এবং উত্তরপত্র মূল্যায়ন সবই সম্ভব হয়েছে অনলাইনে দক্ষ কমিটির মাধ্যমে।
# বিএড অনুশীলনী পাঠাদান-১ এবং অনুশীলনী পাঠদান-২, সফল ভাবে সম্পন্ন হয়েছে অনলাইনে।
# জাতীয় দিবসগুলো অত্যন্ত চমৎকার ভাবে লাইভ প্রোগ্রামের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
# এরই ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ শিক্ষবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) বি.এড ও এম.এড কোর্সের ২য় পর্যায়ের ভর্তি ১১.০২.২০২১ তারিখ সম্পন্ন হলো।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,ঢাকায় বিএড কোর্সে ৫৪৫ জন প্রশিক্ষনার্থী এবং এমএড কোর্সে ৯৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। নবাগত শিক্ষার্থী এবং প্রশিক্ষনার্থীদের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এত প্রতিকূলতার মাঝে, দূর্যোগের সময়ও শিক্ষার্থী, প্রশিক্ষনার্থীদের বি.এড ও এম.এড কোর্সে আশানুরূপ ভর্তি আমাদের এগিয়ে যাওয়াটাই ভাবাচ্ছে।
বিভিন্ন অঞ্চলের ডেপুটেড শিক্ষক, এমপিও শিক্ষক এবং ভবিষ্যৎ শিক্ষকদের একটি প্ল্যাটফর্মে এনে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে একসাথে করতে পেরে, বি.এড ও এম.এড ভর্তি কমিটির সদস্য হিসেবে আমি আনন্দ বোধ করছি। সার্বিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ভর্তি কমিটির আহবায়ক ও সহযোগী অধ্যাপক জনাব রঞ্জিত পোদ্দার স্যারের কাছে।
# প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ভর্তিকৃত প্রশিক্ষনার্থী, শিক্ষার্থীদের নির্দিষ্ট রোল রেঞ্জ নিয়ে শ্রেণিভিত্তিক একাধিক ফেসবুক গ্রুপ করে অনলাইনে শ্রেণিকার্যক্রম পরিচালিত হচ্ছে জানুয়ারি ২০২১ থেকে। এই ধারাবাহিকতা বিগত বছরের মতো অব্যাহত থাকবে।
# শিক্ষার্থীর আচার-আচরণ, মনোভাব ও দৃষ্টিভঙ্গির গ্রহণযোগ্যতা ও বাঞ্চিত পরিবর্তন সাধনের উদ্দেশ্যে তাদের যথাযথ শিখন অভিজ্ঞতা দেওয়ার জন্য পরিকল্পিত এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত হচ্ছে সুবিন্যস্ত অনলাইন কর্মকাণ্ড।
# জ্ঞান, দক্ষতা, যোগ্যতা, মূল্যবোধ ইত্যাদি অর্জন হবে
# শিখন-শেখানোর আধুনিক ধারণা ও পদ্ধতি, তথ্য প্রযুক্তির ব্যবহার, জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা ও একীভূত শিখন সমন্বিত করে শিখন প্রনালীর আধুনিকায়ন ও গুনগতমানের উতকর্ষ সাধন হবে এটাই প্রত্যাশা করি।
আমাদের আরও অর্জন আসবে...
নার্গিস বেগম
প্রভাষক (বিজ্ঞান)
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা
১২.০২.২০২১
Post a Comment