সাদাত হোসাইন বাংলাদেশে মাদারীপুরের কালকিনিতে ২৯ জুন ১৯৮৪ সালে জন্ম গ্রহন করেছেন।
তিনি নৃবিজ্ঞান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। তিনি কিন্তু তাঁর সপ্নকে বিকিয়ে দেননি। তিনি বর্তমানে একাধারে আলোকচিত্রি, লেখক, কবি ও চলচিত্র নির্মাতা হিসাবে বেশ পরিচিত। নিজের লিখার সত্ত্বা খুঁজে পান তখন, যখন তাকে একটি সংবাদপত্রে ছবির সাথে গল্প জুড়ে দিতে বলা হয়। তাঁর প্রথম বই ‘গল্পছবি’ যা প্রকাশিত হয় ২০১৩ সালে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি তাকে ছে তারপর থেকে তিনি তার একের পর এক লেখা ছোটগল্প, কবিতা, এমনকি উপন্যাসও প্রকাশ করতে শুরু করেন। তাঁর লেখার বিশেষত্ব হলো তিনি পাঠকের মন জয় করেন শব্দের খেলা দিয়ে। সাদাত হোসাইন এর বই অন্দরমহল, ছদ্দবেশ, আরশিনগর, অর্ধবৃত্ত এইসব বই দিয়ে তিনি পাঠকের মনে তাঁর জায়গা দখল করে নিয়েছেন।
এ নিয়ে সাদাত হোসাইন মোট ২৬ টি বই প্রকাশ করেন। যার মধ্যে রয়েছে ১৩ টি উপন্যাস । বর্তমানে তিনি চলচিত্র জগতেও তাঁর আবির্ভাব ঘটিয়েছেন। তিনি ২০১৯ সালে ‘গহীনের গান’ সিনেমা দিয়ে তিনি চলচিত্র অঙ্গনে প্রবেশ করেন। ২০১৬ সালে তিনি শ্রেষ্ঠ নির্মাতা পুরস্কার ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের পাশাপাশি সাহিত্য অবদানের জন্য আরও চারটি পুরষ্কার পান। আত্মপ্রকাশের আজকের আয়োজনে থাকছে সাদাত হোসাইনের উক্তি ও অনুপদ্যগুচ্ছের সমাবেশ।
Post a Comment