বঙ্গভবন ওয়েবসাইট থেকে
জাতির মর্যাদা ও গৌরবের প্রতীক ‘বঙ্গভবন’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন। বঙ্গভবনের রয়েছে শতাব্দীকালের বর্ণাঢ্য ইতিহাস। ব্রিটিশ শাসনামলে ১৯০৫ সালের ০১ সেপ্টেম্বর পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ সৃষ্টি হলে নবসৃষ্ট প্রদেশের প্রধান শাসনকর্তা তথা লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয় ও বাসভবনের প্রয়োজনে বঙ্গভবনের যাত্রা। তখন এর নাম ছিল ‘গভর্নমেন্ট হাউজ’।
১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলে নতুন প্রাদেশিক শাসনকর্তা তথা ‘গভর্নর’-এর দপ্তর ও বাসস্থান নির্বাচিত হয় ব্রিটিশ আমলের গভর্নমেন্ট হাউজ। এ সময় গভর্নমেন্ট হাউজ এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয় ‘গভর্নর হাউজ’। অনেক চড়াই উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। সৃষ্টি হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
এরপর দীর্ঘ ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পর অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যগণ ১৯৭১ সালের ২৩ ডিসেম্বর গভর্নর হাউজে মন্ত্রিপরিষদের সভা করেন। ঐ সভায় গভর্নর হাউজকে ‘বঙ্গভবন’ নামে অভিহিত করা হয়। গৌরব ও সম্মানের স্মারক বঙ্গভবন জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক।
মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে দায়িত্ব পালন করেন। সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়াও তিনি রাষ্ট্রীয়, আনুষ্ঠানিক (Ceremonial), শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, বাংলাদেশের প্রধান বিচারপতি, সুপ্রীম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিযুক্ত ব্যক্তিবর্গের নিয়োগ প্রদান করেন। তাছাড়া জাতীয় সংসদের অধিবেশন আহ্বান ও সমাপ্তি ঘোষণা করেন। মহামান্য রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ((Supreme Command) এবং বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর। বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতগণ মহামান্য রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র (Credentials) পেশ করেন। জাতীয় দিবসসমূহে মহামান্য রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে বাণী প্রদান করেন এবং বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন।
বঙ্গভবনের মূলভবনে রয়েছে ঐতিহাসিক দরবার হল। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের শপথ অনুষ্ঠিত হয় এ দরবার হলে। বিদেশী রাষ্ট্রপ্রধানগণ বাংলাদেশ সফরকালীন তাঁদের সম্মানে এখানে নৈশভোজের (Banquet) আয়োজন করা হয়। ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা, জন্মাষ্টমী, দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন, বাংলা নববর্ষসহ সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক অনুষ্ঠানমালা এ দরবার হলে অনুষ্ঠিত হয়। কালের সাক্ষী এ দরবার হল তাই বঙ্গভবনের ঐতিহ্যের স্মারক।
মহামান্য রাষ্ট্রপতির কাজে সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে রাষ্ট্রপতির কার্যালয়ে জন বিভাগ (Public Division) ও আপন বিভাগ (Personal Division) নামে দু’টি বিভাগ রয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিবের নেতৃত্বে এ বিভাগ দু’টি পরিচালিত হয়। বঙ্গভবন ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অঙ্গ। এ ওয়েবসাইট অবলোকনের মাধ্যমে অনুসন্ধিৎসু পাঠক বঙ্গভবনের ইতিহাস, রাষ্ট্রপতির কার্যাবলীসহ সাবেক রাষ্ট্রপতি ও বঙ্গভবনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন।
বাংলাপিডিয়া থেকে
বঙ্গভবন বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন। ঢাকার দিলকুশা এলাকায় অবস্থিত। গোড়ার দিকে এটি ছিল ভারতের ব্রিটিশ ভাইসরয়ের অস্থায়ী সরকারি বাসভবন এবং পরে পূর্ববাংলার গভর্নরের সরকারি বাসস্থান। তখন এই ভবন গভর্নর হাউজ নামে পরিচিত ছিল।
বঙ্গভবনের বর্তমান স্থানটির দীর্ঘ ইতিহাস রয়েছে। সুলতানি আমলে সুফিসাধক হযরত শাহজালাল দখিনি এই এলাকায় বাস করতেন। তিনি ও তাঁর অনুসারীরা তৎকালীন সুলতানের লোকজন কর্তৃক নির্মমভাবে নিহত (৮৮১ হিজরি) হলে এখানেই তাঁদের কবর দেওয়া হয়। এ স্থানটি একসময় মাযার হিসেবে প্রসিদ্ধি লাভ করে, অবশ্য কালক্রমে এর গুরুত্ব হ্রাস পায়। মুগল শাসনামলে মির্জা মুকিম সুবাহদার মীরজুমলার অধীনে নওয়ারা মহলের দায়িত্বে নিয়োজিত ছিলেন। পুরানা পল্টন ময়দানের দক্ষিণ পাশে ছিল তাঁর বাসভবন।
এই বাসস্থলের ভেতর ও বাহিরের অংশে দুটি বড় টিলা ছিল। একটি টিলা এখনও বঙ্গভবনের চৌহদ্দির মধ্যে রয়েছে। অভ্যন্তরভাগে অবস্থিত বিশাল পুকুরটি মতিঝিল (মোতির পুকুর) নামে পরিচিত ছিল। মুগল শাসনের শেষের দিকে সম্ভবত এলাকাটি পরিত্যক্ত হয়। মানুক হাউজ নামের একটি ভবন এখনও বঙ্গভবন চত্বরে রয়েছে। ধারণা করা হয় যে, এটি ব্রিটিশ আমলে মানুক নামের একজন আর্মেনীয় জমিদারের বাসস্থান ছিল। ঢাকার নবাব আবদুল গণি জায়গাটি মানুকের কাছ থেকে ক্রয় করেন। সেখানে তিনি একটি বাংলো নির্মাণ করেন এবং স্থানটির নাম দেন দিলকুশা বাগ।
১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় পূর্ববাংলা ও আসাম সরকার জায়গাটির একাংশ ক্রয় করে সেখানে ভারতের ভাইসরয়ের জন্য একটি ভবন নির্মাণ করে। পূর্ববাংলায় তার সফর ও অবস্থানকালে ভাইসরয় ১৯১১ সাল পর্যন্ত এখানেই বাস করতেন। ১৯৪৭ সাল পর্যন্ত এটি গভর্নর হাউজ নামেই পরিচিত ছিল। ১৯৬১ সালের ঝড়ে ভবনটি ক্ষতিগ্রস্ত হলে এটি পুনর্নিমাণ করা হয়। ১৯৬৪ সালে নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়। পূর্ব পাকিস্তানের গভর্নর এখানে বসবাস করতেন।
বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি হওয়ার পর ১৯৭২ সালের ১২ জানুয়ারি এর নামকরণ হয় বঙ্গভবন।
বঙ্গভবনের চার পাশে রয়েছে উচ্চ সীমানা প্রাচীর। প্রধান ভবনটি তিন তলা বিশিষ্ট একটি প্রাসাদোপম অট্টালিকা। এই ভবনের চতুষ্পার্শ্ব সবুজ বৃক্ষরাজি পরিবেষ্টিত। নীচের তলার মেঝের আয়তন ৬,৭০০ বর্গমিটার। উত্তর-পূর্ব কোণের দুটি তলা জুড়ে রয়েছে রাষ্ট্রপতির আবাসস্থল। পাঁচটি সুসজ্জিত প্রশস্ত শয়নকক্ষসহ রাষ্ট্রপতির জন্য দুটি স্যুট রয়েছে। রাষ্ট্রপতির দপ্তর, রাষ্ট্রপতির অসামরিক ও সামরিক সচিবদের দপ্তর, অন্যান্য কর্মকর্তাদের দপ্তর, দেশী ও বিদেশী দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাতের জন্য পৃথক পৃথক কক্ষ নিচের তলায় অবস্থিত। এসব ছাড়াও সেখানে রয়েছে কেবিনেট কক্ষ, অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট হলঘর, দরবার কক্ষ, রাষ্ট্রীয় ভোজসভার জন্য নির্ধারিত হল, ছোট আকারের মিলনায়তন এবং স্থানীয় দর্শনার্থীদের জন্য বিশ্রামকক্ষ। রাষ্ট্রপতির আবাসস্থল ছাড়াও দ্বিতীয় তলায় রয়েছে কর্মকর্তাদের জন্য পাঁচটি কক্ষ, একটি নিয়ন্ত্রন কক্ষ এবং একটি স্টুডিও। বিদেশী রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের জন্য তিন তলায় রয়েছে চারটি স্যুট।
বঙ্গভবনের মূল ফটকের কাছাকাছি রয়েছে নিরাপত্তা দপ্তর, ডাকঘর, ব্যাংক, ক্যান্টিন, দরজিখানা, তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের ব্যারাক। রাষ্ট্রপতির সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক কোয়ার্টার বঙ্গভবনের পার্শ্ববর্তী তিনটি স্থানে অবস্থিত। এছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব ও সহকারি সামরিক সচিবের জন্য পৃথক দুটি বাংলো রয়েছে। বঙ্গভবনে রয়েছে ৪৭ একর জমির এক উন্মুক্ত অঙ্গন। [হেলাল উদ্দিন আহমেদ]
Post a Comment