যেসব সরকারি টিচার্স ট্রেনিং কলেজে চার বছর মেয়াদী বি. এড. (অনার্স) পড়ানো হয় এবং কোন কলেজে কত আসন?



বাংলাদেশে মোট ১৪ টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের মধ্যে নিন্মোক্ত ১১ টি টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর অধীনে ৪ বছর মেয়াদী বি.এড(অনার্স) পড়ানো হয়।

  • সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা - আসন ১১০ টি;
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা), ময়মনসিংহ;
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ), ময়মনসিংহ - আসন ১০০ টি;
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর - আসন ৫০ টি;
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লা - আসন ১০০ টি;
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট - আসন ১০০ টি;
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী - আসন ৭৫ টি ;
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর - আসন ১০০ টি;
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনা - আসন ৫০ টি;
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, যশোর - আসন ৫০টি;
  • শহীদ আব্দুর রব সেরানিয়াবাদ টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল - আসন ৫০ টি;

0/Post a Comment/Comments