শিক্ষক কি ও শিক্ষকের বৈশিষ্ট্য

শিক্ষক হলো সমাজের আলোকবর্তিকা।তিনি জ্ঞানচর্চার নির্দেশক,মূল্যায়নকারী,পরবর্তী প্রজন্ম তৈরির কারিগর। তিনি তার সুমহান দায়িত্ব পালনের মধ্য দিয়ে সমাজের জন্য মানুষের বাচ্চাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলেন। তিনি মানুষ গড়ার সুমহান কারিগর বা শিল্পী।শৈল্পিকতা তারই সাজে। কাজেই বলা যায়,
“সমাজ স্বীকৃত এবং জনগণের কাঙ্ক্ষিত শিখন শেখানো কার্যক্রমে যে মহান ব্যক্তি নিয়োজিত আছেন তাকেই শিক্ষক বা Teacher বলে। ”
একজন শিক্ষকের মধ্যে দু ধরনের ব্যক্তিত্ব রয়েছে। যেমনঃ
১/পেশাগত ব্যক্তিত্ব
২/ব্যক্তিগত ব্যক্তিত্ব
নিম্নে তা বিস্তারিত বর্ননা করা হলো…
১/পেশাগত ব্যক্তিত্ব:
*শুদ্ধ উচ্চারণ ও সুন্দর বাচনভঙ্গি।
*আকর্ষণীয় উপস্থাপন।
*কাজের প্রতি ভালোবাসা।
*নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান।
*শিক্ষণ দক্ষতা।
*সৃজনশীল হওয়া।
*ভালো বক্তা এবং শ্রোতা।
২/ব্যক্তিগত ব্যক্তিত্ব:
*মানসিক ক্ষমতাসম্পন্ন।
*বিচার শক্তি সম্পন্ন।
*উন্নত জীবনাদর্শের অধিকারী।
*স্বাধীনচিন্তার ক্ষমতা।
*সেবাধর্মী মন।
*নৈতিকতা ।
*ছাত্রপ্রীতি।
*রসজ্ঞান।
*নিরপেক্ষ চিন্তা ।

0/Post a Comment/Comments