বরগুনা জেলা পরিচিতি


বরগুনা জেলা (বরিশাল বিভাগ)  আয়তন: ১৮৩১.৩১ বর্গ কিমি। অবস্থান: ২১°৪৮´ থেকে ২২°২৯´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৫২´ থেকে ৯০°২২´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালী জেলা, দক্ষিণে পটুয়াখালী জেলা ও বঙ্গোপসাগর, পূর্বে পটুয়াখালী জেলা, পশ্চিমে পিরোজপুর ও বাগেরহাট জেলা।
জনসংখ্যা ৮৪৮৫৫৪; পুরুষ ৪৩০৪২২, মহিলা ৪১৮২৩২। মুসলিম ৭৭৭৩৭০, হিন্দু ৬৯৪৪৬, বৌদ্ধ ৩০২, খ্রিস্টান ১৩০৪ এবং অন্যান্য ১৩২।
জলাশয় বিশখালী, বলেশ্বরী, বুড়ীশ্বর, আন্ধারমানিক ও গজালিয়া উল্লেখযোগ্য নদী।
প্রশাসন বরগুনা থানা গঠিত হয় অষ্টাদশ শতাব্দীর শেষদিকে এবং মহকুমায় উন্নীত হয় ১৯৬৯ সালে। মহকুমাকে জেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে।
মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালের ২৯ ও ৩০ নভেম্বর পাকবাহিনী বরগুনা সদর কারাগারের অভ্যন্তরে শতাধিক নিরীহ নারী-পুরুষকে হত্যা করে এবং কারাগারের পশ্চিম পাশে গণকবর দেয়। বরগুনা শহর সন্নিকটে পাকসেনারা বেশসংখ্যক লোককে এবং ডিসেম্বর মাসে এলাকা ছেড়ে পালিয়ে যাবার পূর্বে কয়েকজন মুক্তিযোদ্ধাকে হত্যা করে। পাকবাহিনী উপজেলার বেতাগী বাজারের পূর্বাংশে আগুন ধরিয়ে দিলে দোকানপাট পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাছাড়া পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে বুড়ামজুমদার ইউনিয়নের বদলিখালি বাজারে সংঘটিত সম্মুখ লড়াইয়ে কিছুসংখ্যক পাকসেনা ও রাজাকার নিহত হয় এবং পাকবাহিনীর এমভি মুনির নামক লঞ্চটির ব্যাপক ক্ষতি হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গণকবর ৩ (জেলা কারাগার সংলগ্ন গণকবর, পাথরঘাটা লঞ্চঘাট সংলগ্ন গণকবর, প্রধান জেলখানার সন্নিকটে গণকবর ১); মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের ভিত্তিস্তম্ভ (বামনা), স্মৃতিফলক ৩ (আমতলী)।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫৫.৩%; পুরুষ ৫৭.৭%, মহিলা ৫২.৮%। আইন কলেজ ১, কলেজ ২৫, এমএড কলেজ ১, বেসরকারি বিএড কলেজ ৩, বেসরকারি ভোকেশনাল স্কুল ৪, কারিগরি স্কুল এন্ড কলেজ ১, সরকারি পিটিআই ১, সরকারি যুব উন্নয়ন কেন্দ্র ১, মাধ্যমিক বিদ্যালয় ১৬২, প্রাথমিক বিদ্যালয় ৭২৭, মাদ্রাসা ১৩২।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬২.৬৭%, অকৃষি শ্রমিক ৪.৪৮%, শিল্প ০.৭%, ব্যবসা ১৩.৩৮%, পরিবহণ ও যোগাযোগ ২.০৩%, চাকরি ৬.৭২%, নির্মাণ ১.৪৬%, ধর্মীয় সেবা ০.২১%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.২২% এবং অন্যান্য ৮.১৩%।
পত্র-পত্রিকা ও সাময়িকী দৈনিক: দ্বীপাঞ্চল, সৈকত সংবাদ; পাক্ষিক: বরগুনা; সাপ্তাহিক: বরগুনা কণ্ঠ, বরগুনা বার্তা, ভাটিয়ালি, পায়রা পাড়, সাপ্তাহিক বরগুনা, বেতাগীর কথা; অবলুপ্ত: দৈনিক আজকের কণ্ঠ, বরগুনার কণ্ঠ।
লোকসংস্কৃতি জারিগান, সারিগান, কবিগান, কীর্তন, হয়লা, লোকগাঁথা, লোকনাট্য উল্লেখযোগ্য।
দর্শনীয় স্থান বিবিচিনি শাহী মসজিদ (বেতাগী), বৌদ্ধ মন্দির (তালতলী) ও বৌদ্ধ একাডেমি। [মনির হোসেন কামাল]

এক নজরে জেলা

এক নজরে বরগুনা জেলা
ক. সাধারণ তথ্যাবলী:
১           প্রতিষ্ঠাকাল           ২৮ ফেব্রুয়ারি ১৯৮৪
২          আয়তন   ১৯৩৯.৩৯ বর্গ কি:মি:          
৩          সীমানা    উত্তরে ঝালকাঠী, পটুয়াখালী ও ব রিশাল জেলা;  দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে পটুয়াখালী জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা ।
৪           যোগাযোগ ব্যবস্থা     প্রধানত: নদীপথে লঞ্চযোগে এবং সড়ক পথে ।
৫          জনসংখ্যা ৮,৯২,৭৮১ জন       ২০১১ সনের আদমশুমারী অনুযায়ী
৬          ১. পুরুষ: ৪,৩৭,৪১৩ জন           ২. মহিলা : ৪,৫৫,৩৬৮ জন 
৭           জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি:মি:)       ৪৬০ জন 
৮          প্রধান নদী                                      পায়রা, বিষখালী,বলেশ্বর, খাকদোন

খ. প্রশাসনিক কাঠামো ও স্থানীয় সরকার ব্যবস্থা:

১           উপজেলা ০৬ টি      বরগুনা সদর, আমতলী, বামনা, বেতাগী, পাথরঘাটা ও তালতলী
২          থানা ০৬ টি           বরগুনা সদর, আমতলী, বামনা, বেতাগী, পাথরঘাটা ও তালতলী
৩          পৌরসভা ০৪ টি       বরগুনা সদর, আমতলী, বেতাগী ও পাথরঘাটা
৪           ইউনিয়ন পরিষদ     ৪২ টি
            বরগুনা সদর : ১০টি; আমতলী : ০৭টি; বামনা : ০৪ টি, বেতাগী :০৭টি, পাথরঘাটা :০৭ টি ও তালতলী : ০৭ টি
৫          গ্রাম সংখ্যা            ৫৬০ টি  

গ. নির্বাচন সংক্রান্ত তথ্যাবলী:

১           সংসদীয় আসন       ১০৯-বরগুনা-১(বরগুনা সদর, আমতলী ও তালতলী)
                                     ১১০-বরগুনা-২(বামনা, পাথরঘাটা ও বেতাগী)
২          ভোটার   ৬,৬২,৩৭৫ জন      
৩          পুরুষ ভোটার         ৩,২৬,৯০৭ জন      
৪           মহিলা ভোটার       ৩,৩৫,৪৬৮ জন     

ঘ. কৃষি সংক্রান্ত তথ্যাবলী:
১           কৃষি পণ্য  ধান, রবিশস্য, ডাল, মরিচ, আলু, কুমড়া, তরমুজ ইত্যাদি
২          ফসলী জমির পরিমাণ           এক ফসলী : ১৭৭০২ হেক্টর, দো-ফসলী: ৩৫১৪৯ হেক্টর, তিন ফসলী: ৫১৩৮০ হেক্টর
৩          সাময়িক পতিত জমির পরিমাণ            ৭০০ হেক্টর
৪           মোট কৃষি  জমির পরিমাণ     ১,০৪,২৩১ হেক্টর
৫          কৃষক পরিবারের সংখ্যা         ১,৬৫,৯১৯ টি
৬          খাদ্য উৎপাদন         ২,৮০,২৩০  মে:ট:
৭           উদ্ধৃত্ত খাদ্যের পরিমান           ১,২০,৯৭৬  মে. ট:

ঙ. শিক্ষা সংক্রান্ত তথ্যাবলী:

১           শিক্ষার হার (%)     ৬২.১ % 
২          শিক্ষা প্রতিষ্ঠান       ১৩৩২ টি 
৩          কলেজ    ২৪ টি      সরকারি ২টি, বেসরকারি ২২টি
৪           মাধ্যমিক বিদ্যালয়   ১৫০ টি    সরকারি ২টি, বেসরকারি ১৪৮টি
৫          প্রাথমিক বিদ্যালয়   ৮১৪ টি    সরকারি ৮১৪ টি
৬          মাদরাসা  ৩৩৯ টি   উচ্চতর ১৩৬ টি, এবতেদায়ী ২০৩টি
৭           বি.এড কলেজ       ০১ টি      বেসরকারি
৮          পি.টি.আই           ০১ টি      সরকারি
৯          পলিটেকনিক ইন্সটিটিউট        ০১ টি      সরকারি
১০         টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ    ০১ টি      সরকারি
১১         টেক্সটাইল ভোকেশনাল ইন্সটি: ০১ টি      সরকারি

 চ. স্বাস্থ্য বিষয়ক তথ্যাবলী:
১           আধুনিক হাসপাতাল  ০১ টি      ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, তবে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে।
২          উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স         ০৫ টি    
৩          ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ০৮ টি    
৪           কমিউনিটি ক্লিনিক   ১২৩ টি   
৫          কর্মরত চিকিৎসকের সংখ্যা     ৩২ জন   জেলায় মোট ১৩৪ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে।

 ছ.  বিদ্যুৎ পরিস্থিতি:
১           গ্রাহক সংযোগ (২০০৯-২০১৭)  ৬৭,৫৭৮ টি
২          লাইন নির্মান( কি:মি:)(২০০৯-১৭)        ১২৪৪ কি.মি.
৩          বিদ্যুৎ সুবিধাভোগী জনগন      ২,৫৪,৬৯৬ জন

জ. সামাজিক নিরাপত্তা বেষ্টনী:
 ১          একটি বাড়ী একটি খামার প্রকল্প সমিতির সংখ্যা       ৪৩৮ টি
                        সদস্য সংখ্যা          ২৪৫৮০ জন
                        মোট সঞ্চয়            ১০,৩০,৪৬০০০ টাকা
                         বিতরণ   ৩৪,৩৬,৬১০০০ টাকা
২          বয়স্ক ভাতা            উপকার ভোগীর সংখ্যা -২৫৮৩৩ জন,  বার্ষিক বরাদ্দ-১৫,৪৯,৯৮০০০/-
৩          বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃুস্থ্য মহিলা ভাতা      উপকার ভোগীর সংখ্যা ১২৪৮৩ জন,  বার্ষিক বরাদ্দ-৭,৪৮,৯৮০০০/-
৪           অসচ্ছল প্রতিবন্ধীভাতা          উপকার ভোগীর সংখ্যা ৬৫৪৯ জন, বার্ষিক বরাদ্দ-৫,৫০,১১৬০০/-
ঝ. মৎস্য উৎপাদন :
১           নিবন্ধিত মৎস্যজীবীর সংখ্যা    ৪৫,৬২১ জন
২          নিবন্ধিত যান্ত্রিক নৌযানের সংখ্যা           ২০৫ টি
৩          ইলিশের উৎপাদন (২০১৬-১৭)  ৭২,২৫০ মে.ট. ( দেশের উৎপাদিত মোট ইলিশের ১৩% বরগুনা জেলায় আহরণ করা হয়।
৪           মাছের মোট উৎপাদন (২০১৬-১৭)         ৯২,০০৩ মে. ট.
৫          উদ্ধৃত্ত মাছের পরিমান (২০১৬-১৭)          ৭২,২০৫ মে. ট.
৬          মৎস্য অবতরণ কেন্দ্র ০১ টি, সরকারি ( পাথরঘাটা)।
 ঞ. যোগাযোগ ব্যবস্থা:
১           সড়কের শ্রেণী        সড়কের দৈর্ঘ্য         পাকা সড়ক           কাঁচা সড়ক
২          উপজেলা সড়ক       ৪৬৪ কি.মি.          ৩৫২ কি.মি          ১১২ কি.মি.
৩          ইউনিয়ন সড়ক       ৫৬৮ কি.মি.         ৩৩৬ কি.মি.         ২৩২ কি.মি.
৪           নদী পথ-২৫০ নটিক্যাল মাইল।

ট . দূর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যাবলী:
১           ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ৩৩৫ টি
২          মাটির কিল্লা           ০৪ টি
৩          আদর্শ গ্রাম            ০১ টি
৪           সি.পি পি প্রকল্পের আওতাধীন স্বেচ্ছাসেবকের সংখ্যা ৭০০০ জন, তম্মধ্যে প্রশিক্ষণ প্রাপ্ত হলো ১৪০০ জন।

ঠ.  ভ‚মি ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যাবলী:
১           ইউনিয়ন ভ‚মি অফিস           ২৪ টি
২          মৌজা     ২৫৯ টি
৩          আশ্রায়ন প্রকল্প        ৪২ টি
৪           হাট-বাজার            ১১৫ টি

ড. বনভ‚মি সংক্রান্ত তথ্যাবলী:
১           সংরক্ষিত বন ভ‚মি  ৩০,৫৩৩.৯০ একর।
২          সামাজিক বনায়ন     বাঁধ, সড়ক জনপদ, সংযোগ সড়ক-৮০৫.৫০ কি. মি.,ডাইক বাগান-২৭ হেক্টর,মাউন্ট বাগান-৩৫ হেক্টর
৩          সামাজিক বনায়নে মোট উপকার ভোগীর সংখ্যা       ৪৪২১ জন। এর মধ্যে ৬৯৪ জন উপকারভোগীর মাঝে ২৭,৯৮,০২৩ টাকা লভ্যাংশ বিতরণ করা হয়েছে।

ঢ. অন্যান্য তথ্যাবলী:
১           মুক্তিযোদ্ধার সংখ্যা  ১২৫০ জন
২          ধর্মীয় প্রতিষ্ঠান       মসজিদ ৩৭৬০টি, মন্দির-১৪৪টি, গীর্জা-০১টি, প্যাগোডা-১৮টি 
৩          এনজিও’র সংখ্যা     ৮৩টি
৪           দর্শনীয় স্থান           টেংরাগিরী  ইকো পার্ক, রাখাইন পল্লী, হরিণঘাটা, লালদিয়ার চর, সোনাকাটা পর্যটন কেন্দ্র, বিবিচিনি শাহী মসজিদ।


0/Post a Comment/Comments