প্রেগনেন্সি টেস্টের ফলাফল যদি হালকা, ঝাপসা বা অস্পষ্ট হয়
গর্ভাবস্থা পরীক্ষা করাযেদিন আপনার মাসিক শুরু হবার কথা, সেদিন মাসিক না হলে ওইদিনের প্রস্রাব থেকে আপনি গর্ভবতী কি না পরীক্ষা করে নিতে পারেন। যদি আপনি গর্ভবতী হন তাহলে এর মধ্যেই দুই সপ্তাহ পার হয়ে গেছে। আপনি মাসিক মিস করার আগেও অন্যান্য সংবেদনশীল উপায়ে গর্ভাবস্থা পরীক্ষা করিয়ে নিতে পারেন। দিনের যে কোনো সময়ের প্রস্রাব নিয়েই আপনি এই পরীক্ষা করতে পারেন। সকালের প্রস্রাবই হতে হবে এমন কথা নেই। তবে প্রস্রাবটি এমন পাত্রে নিন যা পরিষ্কার এবং অবশ্যই সাবান দিয়ে ধোয়া নয়।
কোথায় গর্ভাবস্থা পরীক্ষা করাতে পারবেনআপনার এলাকার নিকটবর্তী ফার্মেসি বা হসপিটালেই আপনি গর্ভাবস্থা পরীক্ষা করাতে পারেন। আপনি এমনকি ফার্মেসি থেকে প্রেগনেন্সি টেস্টিং কিট কিনে এনে বাসায় বসে নিজে নিজেই পরীক্ষা করতে পারেন। এর ফলাফল তাড়াতাড়ি পাওয়া যায়, আবার একান্তেই পরীক্ষা করা যায়। গর্ভবতী হয়েছেন কি না জানার জন্য এতে বিভিন্ন ধরণের পরীক্ষা আছে। এগুলো যেভাবে কাজ করে তাতে ফলাফলও ভিন্ন আসে। সুতরাং পরীক্ষা শুরু করার আগে নির্দেশাবলী ভালোভাবে দেখে নিন।
পরীক্ষার ফলাফলফলাফল যদি ইতিবাচক আসে তাহলে কোনো ভুল নেই। কিন্তু নেতিবাচক ফলাফল দেখানো মানেই সেটা সবসময় ঠিক নয়। যদি আপনার মনে হয় আপনি গর্ভবতী, তাহলে এক সপ্তাহ অপেক্ষা করে ডাক্তার দেখান।
গর্ভাবস্থা সম্পন্ন করাযদি আপনি গর্ভবতী হন এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে চান, তাহলে প্রসবপুর্ব সেবার জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আপনি আমাদের ব্যবহার করে দেখে নিতে পারেন আপনার বাচ্চা কবে নাগাদ জন্ম নিতে পারে।
যদি এই মুহুর্তে বাচ্চা না চানযদি আপনি এই মুহুর্তেই গর্ভবতী হতে না চান তাহলে ব্যক্তিগতভাবে একজন স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলুন। অনাকাঙ্খিতভাবে গর্ভবতী হয়ে গেলে আপনি যা করতে পারেন –
- গর্ভাবস্থার পুরো প্রক্রিয়া সম্পন্ন করা ও বাচ্চা জন্ম দেয়া
- গর্ভপাত করানো
- বাচ্চা জন্ম দিয়ে কারো কাছে দত্তক দেয়া
আপনি যদি বয়সে ষোলো বছরের নিচেও হয়ে থাকেন, আপনার ডাক্তার বা নার্সের কাছ থেকে আপনি বিশ্বাসযোগ্য সূত্রে যাবতীয় গোপন ও সঠিক তথ্য পেতে পারেন।
কমিউনিটি কন্ট্রাসেপ্টিভ ক্লিনিকে এসকল যাবতীয় সেবাই গোপন রাখা হয়। যদি আপনি ১৬ বছরের নিচে হন, তাহলে তারা আপনার বাবা-মাকে কিছু বলবে না। আপনাকে তারা উৎসাহী করবে যাতে আপনি নিজে থেকেই বাবা-মাকে বলেন, কিন্তু তারা এখানে সরাসরি কোনো ভূমিকা রাখবে না।
Post a Comment