যেসব চ্যানেলে দেখা যাবে আইসিসি ক্রিকেট বিশ্বপকাপ ২০১৯
বাংলাদেশ:
গাজী টিভি (জিটিভি), মাছরাঙা ও বিটিভি।
ভারত:
স্টার স্পোর্টস, ডিডি স্পোর্টস ও ডিডি ন্যাশনালে।
পাকিস্তান:
পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও সনি লাইভ
অস্ট্রেলিয়া:
ফক্স স্পোর্টস
যুক্তরাজ্য
স্কাই স্পোর্টস
যুক্তরাষ্ট্রে:
উইলো টিভি
দক্ষিণ আফ্রিকা:
সুপার স্পোর্টস
নিউজিল্যান্ড
স্কাই স্পোর্টস
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা
ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি চ্যানেল
ক্যানাডা
এটিএন (এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক)
শ্রীলংকা:
এসএলআরসি (চ্যানেল আই)
ক্যারিবিয়ান দীপপুঞ্জ
ইএসপিএন ক্যারিবিয়ান
আফগানিস্তান
মোবি টিভি
হংকংয়:
স্টার ক্রিকেট, নাউ টিভি অ্যাপ,
মালয়শিয়া:
স্টার ক্রিকেট, অ্যাস্ট্রো গো
সিঙ্গাপুর:
স্টার ক্রিকেট, স্টার হাব গো, সিংগটেল টিভি, ফিজিতে ফিজি ব্রডকাস্টিং কর্পোরেশন (এফ বি সি টিভি)
চায়না:
ফক্স নেটওয়ার্ক গ্রুপ
ইউরোপ ও জাপানে খেলা দেখা যাবে আইসিসির ফেসবুক পেজে
অনলাইনে লাইভ স্ট্রিমিং: ভারতে অনলাইনে হটস্টারে, জাপানে আইসিসির ফেসবুক পেজে, বাংলাদেশে র্যাবিটহোল অ্যাপে, নিউজিল্যান্ডে ফ্যান পাসে, যুক্তরাজ্যে স্কাই গোতে, অস্ট্রেলিয়া ও জার্মানিতে ডাজেডএনে সরাসরি খেলা দেখা যাবে।
পাশাপাশি অস্ট্রেলিয়াতে ফক্সটেল স্পোর্টসে, দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্টসে, কানাডা ও ইউরোপে ইউপ টিভিতে, হংকংয়ে নাউ টিভিতে, দক্ষিণ আমেরিকাতে ইএসপিএন ও উইলো টিভি এবং মধ্যপ্রাচ্যে ওএসএন প্লেতে বিশ্বকাপের খেলা দেখানো হবে।
Post a Comment