প্রাথমিকস্তরে শিক্ষক প্রশিক্ষণ





স্বাধীনতা পূর্ববর্তী সময়ে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য পি.টি.আই সমূহ স্থাপন করা হলেও প্রাথমিক শিক্ষকদের পেশাগত নিশ্চয়তা ও মর্যাদার কারণে ব্যপকহারে মেধাবীরাই পেশায় আসেনি। পরবর্তীতে স্বাধীনদেশের প্রথম সরকার
প্রাথমিক শিক্ষাকে সরকারিকরণের মাধ্যমে এক্ষেত্রে বৈপ্লবিক অগ্রগতির সূচনা করেন। যুদ্ধবিদ্ধস্ত দেশে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট(পি.টি.আই) গুলোকে ঢেলে সাজানো হয়। পিটিআই এর সংখ্যাও বৃদ্ধি করা হয়। পিটিআই ট্রেনিং ব্যবস্থা শিক্ষকদের মান উন্নয়নের সহায়ক। শিক্ষকদেরকে পেশামূখী করণে এর অবদান প্রশ্নাতীত। প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদানের তিন বছরের পর সকল শিক্ষককে সিইনএড কোর্স সম্পন্ন করতে হয়। বর্তমানে একবছর মেয়াদী সিইনএড প্রশিক্ষণ কোর্স চালু আছে। সরকার এটির মান উন্নীত করে ডিপ্লোমা ইন এডুকেশন (ডিপইনএড) ও মেয়াদ আঠারো মাস করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) প্রাথমিক শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তাদের জন্য নিয়মিতভাবে প্রশিক্ষণ পরিচালনা করে আসছে।   

0/Post a Comment/Comments