উপজেলা পরিচিতি: পঞ্চগড় সদর

 


পঞ্চগড় সদর উপজেলার পটভূমি

 

পঞ্চগড় সদর উপজেলার পটভূমি

পঞ্চগড় সদর উপজেলার নামকরণ পঞ্চগড় জেলার নামকরণের ঐতিহ্য বহন করছে। জনশ্রুতি আছেগৌড় রাজ্যকে এক সময় বলা হতো পঞ্চ গৌড়। আর পঞ্চ গৌড় হতেই প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চগড়ের নামকরণ। অবশ্য বহুল প্রচলিত মত হলো-মীরগড়,ভিতরগড়,হোসেনগড়,দেবনগড় ও রাজনগড় এ পাঁচ গড় অর্থাৎ মাটির তৈরী দূর্গ-এর নামানুসারেই পঞ্চগড় নামটির উৎপত্তি। এ উপজেলার উত্তরে তেতুলিয়া উপজেলা,দক্ষিণে বোদা উপজেলাপূর্বে ভারতের জলপাইগুড়ি জেলা এবং পশ্চিমে আটোয়ারী উপজেলা অবস্থিত। বৃটিশ শাসনামলে পঞ্চগড় জলপাইগুড়ি জেলার অমত্মর্ভূক্ত হয় এবং ১৯১১-১৯১২ খ্রিঃ একটি পূর্ণাঙ্গ থানায় উন্নীত হয়। ১৯৪৭ সালে পাক-ভারত বিভক্তির সময় বর্তমান পঞ্চগড় জেলার ০৪টি থানা জলপাইগুড়ি থেকে বিচ্ছিন্ন করে দিনাজপুর জেলার অমত্মর্ভূক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৪৯ সালে এখানে স্থাপিত হয় মুন্সেফ,ম্যাজিষ্ট্রেট কোর্ট,পুলিশ ইন্সপেক্টর ও সার্কেল অফিস। অতঃপর ঠাকুরগাঁও মহকুমার আটোয়ারী থানাকে বোদা,দেবীগঞ্জ,পঞ্চগড় ও তেতুলিয়ার সাথে যুক্ত করে পঞ্চগড় মহকুমা গঠিত হয় ১৯৮০ সালের ১ জানুয়ারী। এরপর ১ জুন ১৯৮৩ সালে এটি মান উন্নীত থানায় রূপামত্মরিত হয়। পরবর্তীতে মান উন্নীত থানাকে উপজেলায় রূপামত্মর করা হলে উপজেলা হিসেবে এর কার্যক্রম শুরু হয় ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারী।


ভৌগলিক পরিচিতি

২৬-২০ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৮৮ .৩৪ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত পঞ্চগড় জেলার ভৌগলিক অবস্থান তাৎপর্যপূর্ণ । ১৯৪৭ সালে স্যার সিরিল রাডক্লিফ কর্তৃক নির্দেশিত এই জেলার সীমান্ত রেখা অত্যন্ত আঁকাবাঁকা ও ভংগুর। পঞ্চগড় জেলার তিন দিকেই ভারতীয় সীমান্ত। পঞ্চগড় জেলার সাথে ভারতীয় সীমান্ত এলাকার দৈর্ঘ্য ২৮৬.৮৭ কিলোমিটার। এ জেলার উত্তরে ভারতের দার্জিলিং ও জলপাইগুঁড়ি জেলাউত্তর পূর্ব ও পূর্বে জলপাইগুঁড়ি ও কুচবিহার জেলা এবং বাংলাদেশের নীলফামারী জেলাপশ্চিমে ভারতে পুর্নিয়া ও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্বে বাংলাদেশের ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা অবস্থিত।

 

রেডক্লিভ রোয়েদাদ অনুযায়ী ১৯৪৭ সালে অবিভক্ত দিনাজপুর জেলার ৩০ টি থানার মধ্যে ৯টি সম্পূর্ণ এবং একটি আংশিকভাবে বাংলাদেশের দিনাজপুর জেলার সঙ্গে যুক্ত করা হয়। অবশিষ্ট ২০ থানার মধ্যে পোরসা, পত্নীতলা ও ধামইরহাট থানাকে রাজশাহী জেলার অন্তর্ভূক্ত করা হয়। একই সময় জলপাইগুড়ি জেলার দেবীগঞ্জ, বোদ, তেঁতুলিয়া ও পঞ্চগড় থানাকে কেটে যুক্ত করা হয় দিনাজপুর জেলার সঙ্গে।

 

স্যার রেডক্লিভ ১৯৪৭ সালে দিনাজপুর জেলার অংশ হিসেবে পঞ্চগড় অঞ্চলে নিম্নরূপ সীমানা নির্ধারণ করেন :

A line shall he drawn along the houndary between the thana of `Phansidewa' in the district of Darjeeling and the thana 'Tetulia' in the district of 'Jalapaiguri' from the point where the boundary meets the province of Bihar and then along the boundary between the thana of 'Tetulia' and Rajgang : The thanas of 'Panchagarh' and 'Rajganj' : and the thana of 'Panchagarh' and 'Jalpaigue' : and shall then Continue along the morthern Corner of hte thana 'Debigang'. to the boundary of the state of 'Cooch Bihar'. The district of Darjeeling and so much of the district of the district of Jalpaiguri as lies north of this line shall belong to west Bengal. উল্লিখিত বঙ্গানুবাদ মোটামুটি এরকম- বিহার প্রদেশের সীমানা যেস্থানে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার সীমানা স্পর্শ করেছে, সেখান থেকে একটি রেখা দার্জিলিং জেলার ফাসিদেওয়া থানা এবং জলপাইগুড়ি জেলার তেঁতুলিয়া থানার মধ্য দিয়ে টানা যেতে পারে। এরপর রেখাটি তেঁতুলিয়া ও রাজগঞ্জ থানার মধ্য দিয়ে এবং পঞ্চগড় ও রাজগঞ্জ থানা, অতঃপর পঞ্চগড় এবং জলপাইগুড়ি থানার মধ্য দিয়ে অগ্রসর হয়, দেবীগঞ্জ থানার উত্তর কোণকে স্পর্শ করে কোচবিহার রাজ্যের সীমানা পর্যন্ত সম্প্রসারিত করা যেতে পারে। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা দুটি এই রেখার উত্তর প্রান্তে অবস্থান করতে এবং তা হবে ভারতীয় ভূখন্ডের অন্তর্ভূক্ত।

 

রেডক্লিভ মিশন কর্তৃক পঞ্চগড় থানার সীমানা নির্দেশ করতে গিয়ে জলপাইগুড়ি জেলার ১২ নং বেরুবাড়ি ইউনিয়ন কেন্দ্র করে সৃষ্টি হয় জটিলতা। সে সময় সমস্ত ইউনিয়নকে তৎকালীন পাকিস্তানভূক্তির দাবী উঠেছিলো। কিন্তু কার্যত তা বাস্তবায়ন হয়নি। এই অমিমাংশিত বিষয় দু’দুইবার রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়ে চুক্তি দ্বারা নির্দেশিত হয়: প্রথমত “নেহেরুনুন চুক্তি” স্বাক্ষরিত হয় ১৯৫৮ সালের সেপ্টেম্বর মাসে, দ্বিতীয়ত “মুজিব-ইন্দিরা চুক্তি” স্বাক্ষরিত হয় ১৬ই মে ১৯৭৪ সালে।

 

নেহেরুনুন চুক্তির বিবরণ- ১৯৫৮

This will be os divided as to give half of the area of Pakistan the other half adjecent to India being retained by india. The division of Berubary Union-12 will be horizontal, starting from the north-east corner of Debigang thana. The division should be made in such a manner that the kooch-Bihar enclaves between Panchagur thana of East Paikstan and Berubarie Gnion No-12 of Jolpaiguri Thana of West Bengal will remain connected as at Present with Indian territory and will remain with india. The 'Kooch Bihar' enclaves lower down between boda Thana and Berubari Union 12 will be exchanged along with the general exchange of enclaves and will go to pakistan.3

 

মুজিব-ইন্দিরা চুক্তির বিবরণ-১৯৭৪

 

Indiawill retain the southern half of south Berubari Union 12 and the adjecent enclaves, measuring an area of 2.64 sq. miles approximately, and in exchange Bangladesh will retain the `Dahagram' and `Angorpota' enclaves. India will lease in Perpetuity to Banlgadesh an area of 178m. X 85m. near 'Tin Bigha' to connect 'Dahagram with 'Panbari' mouza (p.s Patgram) of Bangladesh.


এক নজরে পঞ্চগড় সদর উপজেলা

 

সাধারণ তথ্যাদি

জেলা

:

পঞ্চগড়

উপজেলা

:

পঞ্চগড় সদর

সীমানা

:

উত্তরে তেঁতুলিয়া উপজেলা দক্ষিণে বোদা উপজেলাপূর্বে ভারতের জলপাইগুড়ি এবং পশ্চিমে আটোয়ারী উপজেলা অবস্থিত।

জেলা সদর

:

০ কি:মি:

আয়তন

:

৩৪৭.০৮ বর্গ কিলোমিটার

জনসংখ্যা

:

,২৯,২৩৭ জন (প্রায়)

 

পুরুষঃ

,১৮,২২৬ জন (প্রায়)

 

মহিলাঃ

,১১,০১১ জন (প্রায়)

লোক সংখ্যার ঘনত্ব

:

৬৬০ (প্রতি বর্গ কিলোমিটারে)

মোট ভোটার সংখ্যা

:

,৫০,৯৭৬ জন

 

পুরুষভোটার সংখ্যা

৭৫,৭৭০ জন

 

মহিলা ভোটার সংখ্যা

৭৫,২০৬ জন

বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার

:

.৭২%

মোট পরিবার(খানা)

:

৪৭,১৯১ টি

নির্বাচনী এলাকা

:

 পঞ্চগড়-০১

গ্রাম

:

৫১৫ টি

মৌজা

:

৭৪ টি

ইউনিয়ন

:

১০ টি

পৌরসভা

:

০১ টি

এতিমখানা সরকারী

:

০১ টি

এতিমখানা বে-সরকারী

:

০৭ টি

মসজিদ

:

৪৪৭ টি

মন্দির

:

৫৯ টি

নদ-নদী

:

 টি

হাট-বাজার

:

৩২ টি

ব্যাংক শাখা

:

১৬ টি

পোস্ট অফিস/সাব পোঃ অফিস

:

০৯ টি

টেলিফোন এক্সচেঞ্জ

:

০১ টি

ক্ষুদ্র কুটির শিল্প

:

৮১ টি

বৃহৎ শিল্প

:

০৫ টি

 

কৃষি সংক্রান্ত

মোট জমির পরিমাণ

:

৩৩,৮৪৪ হেক্টর

নীট ফসলী জমি

:

৫৫,২৫৬ হেক্টর

মোট ফসলী জমি

:

৫৫,২৫৬ হেক্টর

এক ফসলী জমি

:

,২০৪ হেক্টর

দুই ফসলী জমি

:

১৩,৯২০ হেক্টর

তিন ফসলী জমি

:

,০৭৪ হেক্টর

গভীর নলকূপ

:

৩৪ টি

-গভীর নলকূপ

:

,৭০০ টি

শক্তি চালিত পাম্প

:

০৩ টি

বস্নক সংখ্যা

:

১৮ টি

বাৎসরিক খাদ্য চাহিদা

:

২৯,০২০ মেঃ টন

নলকূপের সংখ্যা

:

,৫৭৫ টি

 

শিক্ষা সংক্রান্ত

সরকারী প্রাথমিক বিদ্যালয়

:

৭৭ টি

বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়

:

৭৬ টি

কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়

:

নাই

জুনিয়র উচ্চ বিদ্যালয়

:

১৬ টি

উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা

:

৩৪ টি

উচ্চ বিদ্যালয়(বালিকা)

:

১৮ টি

দাখিল মাদ্রাসা

:

২১ টি

আলিম মাদ্রাসা

:

০৩ টি

ফাজিল মাদ্রাসা

:

০১ টি

কামিল মাদ্রাসা

:

০১ টি

কলেজ(সহপাঠ)

:

০৫ টি

কলেজ(বালিকা)

:

০১ টি

শিক্ষার হার

:

৪৫.%

 

পুরুষঃ

৫১.%

 

মহিলাঃ

৪০.%

 

স্বাস্থ্য সংক্রান্ত

আধুবিক সদর হাসপাটাল

:

০১ টি

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

:

০১ টি

বেডের সংখ্যা

:

১০০ টি

ডাক্তারের মঞ্জুরীকৃত পদ সংখ্যা

:

৩৬ টি

কর্মরত ডাক্তারের সংখ্যা

:

১২ জন।

সিনিয়র নার্স সংখ্যা

:

২৪ জন। কর্মরত=১৪ জন

সহকারী নার্স সংখ্যা

:

০৫ জন

 

 

ভূমি ও রাজস্ব সংক্রান্ত

মৌজা

:

৭৪ টি

ইউনিয়ন ভূমি অফিস

:

১০ টি

পৌর ভূমি অফিস

:

 

মোট খাস জমি

:

৪৬৫০.৯৫ একর

কৃষি

:

১৪২৯.৯৭ একর

অকৃষি

:

৩২২০.৯৮ একর

বন্দোবস্তযোগ্য কৃষি

:

বাৎসরিক ভূমি উন্নয়ন কর(দাবী)

:

সাধারণ=৪০,৩৯,৩৭৩/-
সংস্থা ,৫৮,৫৫৫/-

বাৎসরিক ভূমি উন্নয়ন কর(আদায়)

:

সাধারণ=২৪,৭২,০৯৮/- জুলাই মাসে আদায়
সংস্থা ৪৭,২৯৫/-

হাট-বাজারের সংখ্যা

:

৩২ টি

 

যোগাযোগ সংক্রান্ত

পাকা রাস্তা

:

৭৪ কিঃমিঃ

অর্ধ পাকা রাস্তা

:

৭১ কিঃমিঃ

কাঁচা রাস্তা

:

৭৮৫ কিঃমিঃ

ব্রীজ/কালভার্টের সংখ্যা

:

১৩৮৪ টি

নদীর সংখ্যা

:

০৭ টি

 

পরিবার পরিকল্পনা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

:

১০ টি

পরিবার পরিকল্পনা ক্লিনিক

:

১০ টি

এম.সি.এইচইউনিট

:

০১ টি

সক্ষম দম্পতির সংখ্যা

:

৫৩,৬২৮ জন

 

মৎস্য সংক্রান্ত

পুকুরের সংখ্যা

:

,৪৫৪ টি

মৎস্য বীজ উৎপাদন খামার সরকারী

:

 

মৎস্য বীজ উৎপাদন খামার বে-সরকারী

:

০১ টি

বাৎসরিক মৎস্য চাহিদা

:

,১৮০ মেঃ টন

বাৎসরিক মৎস্য উৎপাদন

:

,৫১৩ মেঃ টন

 

প্রাণি সম্পদ

উপজেলা পশু চিকিৎসা কেন্দ্র

:

০১ টি

পশু ডাক্তারের সংখ্যা

:

০২ জন

কৃত্রিম প্রজনন কেন্দ্র

:

০১ টি

পয়েন্টের সংখ্যা

:

০৩ টি

উন্নত মুরগীর খামারের সংখ্যা

:

১১ টি

লেয়ার ৮০০ মুরগীর উর্ধ্বে· ১০-৪৯ টি মুরগী আছেএরূপ খামার

:

অসংখ্য

গবাদির পশুর খামার

:

২২ টি

ব্রয়লার মুরগীর খামার

:

৯৬ টি

 

সমবায় সংক্রান্ত

কেন্দ্রিয় সমবায় সমিতি লিঃ

:

০৪ টি

মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ

:

০৩ টি

ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ

:

০৭ টি

বহুমুখী সমবায় সমিতি লিঃ

:

৩১ টি

মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ

:

১১ টি

যুব সমবায় সমিতি লিঃ

:

০৬ টি

আশ্রয়ন/আবাসন বহুমুখী সমবায় সমিতি

:

০৪ টি

কৃষক সমবায় সমিতি লিঃ

:

১০৯ টি

পুরুষ বিত্তহীন সমবায় সমিতি লিঃ

:

০১ টি

মহিলা বিত্তহীন সমবায় সমিতি লিঃ

:

৫৬ টি

ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ

:

১৪ টি

অন্যান্য সমবায় সমিতি লিঃ

:

৫২ টি

চালক সমবায় সমিতি

:

০৩ টি

0/Post a Comment/Comments