৫৩৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর (Directorate of Technical Education)

কারিগরি শিক্ষা অধিদপ্তরের রাজস্বখাতের শূন্যপদ সমূহ পূরনের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন পত্র আহবান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৫টি পদে মোট ৫৩৩ জনকে নিয়োগ দেয়া হবে।


আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://dtev.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৩১-০১-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের যেকোনো পদের জন্য Online-এ আবেদন করতে চাইলে অবশ্যই ১০ জানুয়ারি, ২০২১ (সকাল ১০টা) তারিখ থেকে ৩১ জানুয়ারি, ২০২১ (সন্ধ্যা ৬টা)–এর মধ্যে করতে হবে। আবেদন ফর্ম Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীর বয়স

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ০৭-০১-২০২১ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স–সম্পর্কিত কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের যোগ্যতা

কারিগরি অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুযায়ী প্রতিটি ভিন্ন পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা ভিন্ন। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি রয়েছে, যা নিচের বিজ্ঞপ্তি থেকে বিস্তারিতসহ জানা যাবে।
আবেদন ফি
১১২/- টাকা ও ৫৬/- টাকা
অফিশিয়াল ওয়েবসাইট
www.techedu.gov.bd

অনলাইনে আবেদন করার শেষ সময় আগামী ৩১ জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬টা পর্যন্ত।






0/Post a Comment/Comments