দরখাস্ত লেখার নিয়ম বা পদ্ধতি | চাকরির আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম | আফিসে আবেদন করার নমুনা | ফেইসবুকে অ্যাকাউন্ট সক্রিয় করার আবেদন



আবেদন পত্র লেখার নিয়ম: বিভিন্ন করণে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, চাকুরি, ব্যবসাসহ বিভিন্নস্থানে বিভিন্ন কাজে দরখাস্ত লেখার প্রয়োজন পড়ে। প্রয়োজন ভেদে কিন্তু চিঠি/দরখাস্ত লেখার ধরণটিও কিছুটা বদলে যায়। আজকে কয়েকটি নমুনা দরখাস্তের সঙ্গে পরিচয় করিয়ে দেবো ।যেটি অনুসরণ করে খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত আবেদনটি আপনি নিজেই লিখে ফেলতে পারবেন।

পত্র লিখবার সময় নিম্ন লিখিত বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেওয়া আবশ্যক:
  • পত্র সাধারণত চলিত ভাষায় লেখা উচিত।
  • পত্রের লেখা সুন্দর ও পরিষ্কার হওয়া দরকার।
  • ভাষা সংক্ষিপ্ত ও সহজ হওয়া দরকার।
  • যাকে যেরূপ পত্র লেখা উচিত, এর ব্যতিক্রম যেন না হয়।
  • সর্ব প্রকার বাহুল্য বর্জন করা দরকার।
  • বিষয়বস্তু গোছালো হওয়া দরকার।
  • ঠিকানা সঠিক ভাবে লেখা দরকার। [নতুবা ডেড লেটার হিসাবে চিহ্নিত হয়।

চাকরির দরখাস্ত লেখার নমুনা

তারিখঃ ২৩.০৬.২০১৮
বরাবর
 প্রকল্প পরিচালক আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন, আব্দুল গনি রোড, ঢাকা-১০০০।
বিষয়ঃ 'সহকারী পরিদর্শক' পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,

সবিনয় নিবেদন এই যে, গত ০৫/০৬/২০১৮ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম, আপনার অধীনে ‘সহকারী পরিদর্শক’ পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদে নিয়োগ লাভে একজন আগ্রহী প্রার্থী হিসেবে মহোদয়ের সদয় বিবেচনার জন্য নিচে আমার যাবতীয় তথ্য সন্নিবেশ করলামঃ
নাম : মো. হোসাইন জুনিয়র
পিতার নাম : মো. হোসাইন
মাতার নাম : নাহার হোসাইন
স্থায়ী ঠিকানা : গ্রাম- গ্রামের নাম, ডাকঘর- ডাকঘরের নাম, উপজেলা- উপজেলার নাম, জেলা- জেলার নাম।
বর্তমান ঠিকানা: গ্রাম- গ্রামের নাম, ডাকঘর- ডাকঘরের নাম, উপজেলা- উপজেলার নাম, জেলা- জেলার নাম।
জন্ম তারিখ : ২৮/০৯/১৯৯৬খ্রি.।
জাতীয়তা : বাংলাদেশী
মোবাইল : ০১৭০০০০০০**
ইমেইল : username@example.com
ধর্ম : ইসলাম
শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম শাখা/বিষয় পাশের সন ফলাফল বোর্ড/বিশ্ববিদ্যালয় এস.এস.সি মানবিক ২০১২ জিপিএ ৩.৫ মাদ্রাসা এইচ.এস.সি ব্যবসা ২০১৪ জিপিএ ৪.০৮ কারিগরি বি.এ (সম্মান) রাষ্ট্রবিজ্ঞান ২০১৭ দ্বিতীয় শ্রেণী জাতীয় বিশ্ববিদ্যালয় এম.এ রাষ্ট্রবিজ্ঞান ২০১৮ দ্বিতীয় শ্রেণী জাতীয় বিশ্ববিদ্যালয়
 অভিজ্ঞতা: একটি বেসরকারি সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে ২ বছর ‘কাজের বাস্তব অভিজ্ঞতা।
অতএব, মহোদয় সমীপে বিনীত আরজ, উল্লিখিত তথ্য সুবিবেচনাক্রমে আমাকে ‘সহকারী পরিদর্শক’ পদে নিয়োগ দান করে আমার শ্রম ও মেধা প্রয়োগের মাধ্যমে চাকরি করার সুযোগ দানে মর্জি হয়।

নিবেদক
নাম

সংযুক্তিঃ
 ১। ছবি ২ কপি।
 ২।একডেমিক সকল সনদপত্রের সত্যায়ি কপি।
৩। চারিত্রিক সনদপত্র।
৪। নাগরিকত্ব সনদপত্র।
৫। ২০০ টাকার পোস্টাল অর্ডার।

স্কুল কলেজ- আবেদন পত্রের একটি নমুনা দেখি— (দরখাস্ত নমুনা)

১। তারিখ: ১২/১০/২০১৮
২। শিরোনাম/ প্রাপক
(ঠিকানা সংবলিত) বরাবর,
প্রধান শিক্ষক/অধ্যক্ষ মহোদয়
……………………………………… বিদ্যালয়।
৩। মূল কথা/ বিষয় : অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন
৪। সম্ভাষণ মহোদয়/ মহাত্মন/ জনাব,
৫। আবেদনের গর্ভাংশ: সবিনয় বিনীত নিবেদন আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আগামী ২০১৮ সালে অনুষ্ঠিতব্য প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি। বর্তমান কঠিন প্রতিযোগিতার সময়। এমতাবস্থায় ভালোফলের জন্য ভালো প্রস্তুতি প্রয়োজন। তাই বিদ্যালয়ে নিয়মিত পাঠদানের পাশাপাশি বিশেষ অতিরিক্ত পাঠ এর ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার সমীপে প্রার্থনা জানাচ্ছি।
অতএব, মহোদয় ঐকান্তিক প্রার্থনা, আমাদের অনুষ্ঠিতব্য পরীক্ষায় ভালো প্রস্তুতি নিয়ে অংশ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে বিশেষ পাঠদানের ব্যবস্থা গ্রহণে জনাবের সুদৃষ্টি কামনা করছি।
৬। ভদ্রোচিত বিদায়/ বিদায় সম্ভাষণ (নাম ও স্বাক্ষরসহ) নিবেদক
আপনার বাধ্যগত শিক্ষার্থীবৃন্দ
………………………………….. বিদ্যালয়/স্কুল/পাঠশালা

আফিসে আবেদন করার নমুনা
৩০ জুলাই ২০১৮
বরাবর
প্রধান নির্বাহী
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
বিষয়: ফেইসবুক অ্যাকাউন্ট সক্রিয় করার আবেদন
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি একজন নিয়মিত ফেসবুক ব্যবহারকারী। গত ৫ বছর থেকে yourname@yourdomain.com মেইলটি ব্যবহার করে এবং ফেসবুক কর্তৃপক্ষের সকল নিয়মনীতি মেনে আমি ফেসবুক ব্যবহার করে আসছি। কিন্তু গত ২দিন থেকে কোন এক অজানা কারণে আমার ফেসবুক একাউন্টটি নিষ্ক্রিয় হয়ে গেছে। যার ফলে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছি। যা আমাকে পুরো বিশ্ব থেকে পিছিয়ে দিচ্ছে।
অতএব আবেদন এই যে, আমার একাউন্টটি কেন নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে তা অনুসন্ধান করে দ্রুত সক্রিয় করার মাধ্যমে আমার সামাজিক যোগাযোগের পথটি সুগম করতে আজ্ঞা হয়।
বিনীত
জাহিদ হাসান
বাসা নং: এবিসি, রোড নং: ১২৩,
ধানমন্ডি, ঢাকা-১২১৫
Related Things : আবেদন পত্র নমুনা, doc, জেলা প্রশাসক বরাবর দরখাস্ত, ইংরেজি চিঠি লেখার নিয়ম, চাকরির জন্য স্বহস্তে লিখিত আবেদন, নিয়োগ পত্র নমুনা কপি, পদোন্নতির জন্য আবেদন পত্র নমুনা, ছুটির আবেদন পত্র নমুনা , চাকরিতে যোগ , বেতন বৃদ্ধির দরখাস্ত, ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত, পুলিশ সুপারের নিকট দরখাস্ত, এনজিও তে চাকরির দরখাস্ত লেখার নিয়ম, চেয়ারম্যান বরাবর দরখাস্ত, গ্রামীণ ব্যাংকে দরখাস্ত লেখার নিয়ম, সাহায্যের জন্য আবেদন পত্র, চেয়ারম্যানের কাছে দরখাস্ত, চিঠির খামের উপর লেখার নিয়ম বাংলা

0/Post a Comment/Comments