চোখ

ইশরাত ফেরদাউস

অস্তিত্বের সম্পর্ক জানার আগেই পৃথিবীর অনেক অধ্যায়ের মৃত্যু হয়। 
অথচ দ্যাখো নীড় হারা পাখিটাও শক্ত ডাল খোঁজে নিরাপদ বাসা বানাতে। 
ডানাকাটা পায়রা স্বচ্ছ পথ খোঁজে পৃথিবীর পথে পথে।
পা ভাঙা পায়রা মুক্ত আকাশে  উঠে যায় বাতাস কেটে কেটে। 
প্রগৈতিহাসিক ভাষা ভুলে বসে আছে মরে যাওয়া চোখের ঘুম।
চোখের মনির ভেতর স্থির হয়ে আছে কিছু মূহুর্ত, 
বাদামি মনি ভয়ার্ত আর বিক্ষুব্ধ বিষন্নতায় স্থির অনড় 
তোমরা যারা চোখের রং আর কারুকার্যের শৈল্পিকতা দেখো,
বলো কি টলটলে স্রোত বয়ে যায় আর এক প্রচীন পৃথিবীর সৃষ্টি এখানে!
কখনো কি শুনতে চেয়েছো- 
ঐ চোখের জলপতনের শব্দব্যঞ্জনা? 

0/Post a Comment/Comments