পরিবারনামা

ইশরাত ফেরদাউস

মায়ের চোখ থেকে জীবন ক্যানভাস ভেসে ওঠে প্রতিনিয়ত,
তার আলমিরার ভেতর থেকে ফটো অ্যালবাম গলে গলে জ্বলে আছে আজো।

আমার ভাই হিংসা শুকিয়ে পূর্বপুরুষের জবাব সংগ্রহ করছে রোজ, 
আর গড়ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সাহসিক জিদের স্মৃতিস্তম্ভ। 
মা এই সময়ের আতঙ্ক, উনুনের উত্তাপ, তুষের জ্বলে যাওয়া উপেক্ষা করে হাসেন!
আমি তার হাসির ভেতর দিয়ে সংগ্রাম, জয় আর  আত্মশক্তির তেজ দেখলাম।
এই অন্তশক্তিই বাবার পুরোনো সময়ের মতো নতুন সময়েও সমুদ্র পাড়ির নোঙর।
জীবনের আনাচে কানাচে  বৈরীতার জাল ছিড়ে পুড়িয়ে দেয় এসব অ্যালবাম।

স্বপ্নের উচ্চতার বীজ বপন হতো আমাদের পড়ার টেবিলের কাছে,
জীবনকে কাছ থেকে দেখতে পেয়েছিলাম সেদিন-শুভ্র, সংগ্রাম, সুন্দর, বন্ধন।

এখন অসুস্থ সময়ে কেবল মনে হয়-
জীবন এতো ছোট কেন?

0/Post a Comment/Comments