কবিতা: রাষ্ট্র- মানচিত্র আজ ধর্ষিত

রাষ্ট্র- মানচিত্র আজ ধর্ষিত
ইশরাত ফেরদাউস

রাষ্ট্র!
তোমার মাটিতে রোজ উন্নয়নের মিছিল-মিটিং হয়
নতুন নতুন খেতাব কুঁড়োয়
কিন্তু ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এক ইঞ্চি জমিও কি নিরাপদ আছে তোমার কন্যাদের জন্য?
রাষ্ট্র!
এখানে প্রতিনিয়ত যৌনতার বীজ চাষ হয়,
আইনের অপশাসনে পাহাড় জমে,
বাংলার মাটি রক্তে উর্বর হয়,
আর,
কন্যাদের শরীর পঁচে গলে মিশে যায় এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চিতে।
রাষ্ট্র!
এখন আর তুমি মা নও,
তোমার মাতৃত্ব পঁচে গ্যাছে
তোমার মানচিত্র দূষিত হয়ে গ্যাছে
তোমার স্বাধীনতা হিংস্র জানোয়ার খুবলে খাচ্ছে।
তোমার মেরুদন্ডে বাসা বেঁধেছে তীব্র ক্যান্সার।
রাষ্ট্র!
তোমাকে বলতে হচ্ছে-
তুমি এক নির্লজ্জ মা!
যার আশ্রয়ে বেড়ে ওঠে ধর্ষক, খুনী, দুর্নীতিবাজ।
কন্যাদের মা হওয়ায় সুযোগ না দিয়েই মেরে ফেলো তোমার কুলাঙ্গার ছেলের হিংস্র থাবায়।
রাষ্ট্র!
তোমার মেয়েরা মরে যাচ্ছে এই ভূমিতে
বিচারহীনতার অভিশাপ ছেড়ে,
তাদের মুখ, চোখ, ঠোঁট, স্তন, নাভী, জরায়ু পঁচে গলে চারদিকে হাহাকার করছে
তোমার মানচিত্র তাই আজ ধর্ষিত,
তোমার ভূমি এখন পঁচিত- গলিত।

0/Post a Comment/Comments