![]() |
ইশরাত ফেরদাউস |
মৃত্যু উল্লাস
ইশরাত ফেরদাউস
স্বাধীনতা আজ লজ্জাতে মুখ লুকায়,
প্রকাশ্য হওয়ার অধিকার তার নেই।
লজ্জারা আজ প্রকাশ্যে নৃত্য করে,
ঘোমটা পরার দায় মুক্ততায়।
আজকের তুখড় তরুণও ভুলে গেছে কথা বলতে,
সদ্য বেড়ে ওঠা শিশুটিও বুঝে গেছে-
লজ্জা কাকে বলে?!
পত্রিকা, টিভি চ্যানেলে তারা সফলতার কলাম পড়ার পরিবর্তে পড়ে ধর্ষণ, খুনের আলামত।
লুপ্ত থাকা অশ্লীল সভ্যতায়
কী এক অস্বাভাবিক সময়ে মনুষ্য জীবন চলছে স্বাভাবিক,
উন্নয়নের জোয়ারে, মানবিকতা ভাটায়...
মানুষ নামেই মানুষ, এখানেই অমানুষ
তবু বলতে হয় মানুষ।
উন্মুক্ত জীবনের সবকিছুই-
অনিরাপত্তায়ও মনে নেই সংশয়!
চারিদিকে শুধু মৃত্যুর উল্লাস।এখন সবাই জেনে গেছে, বুঝে গেছে-
এই মৃত্যু উল্লাসে শান্ত থাকতে হয়।
কারন, তারা প্রতিবাদের ভাষা জানলেও ন্যায়বিচারের ভাষা জানে না।
এখানে আর নিরাপদে বেঁচে থাকার উল্লাস নেই,
বিজয়ের উল্লাস নেই,
সত্যের উল্লাস নেই,
ন্যায়ের উল্লাস নেই,
সফলতার উল্লাস নেই।
এই উল্লাস স্বাধীনতার নামে এক বিবেকের পরাজয়ের,
অভিব্যক্তির কাছে বাকরুদ্ধের।
Post a Comment