শিক্ষার উপাদান, শিক্ষার্থী ও শিক্ষার্থীর বৈশিষ্ট্য

শিক্ষা ও এর উপাদান :
“Education is the powerful weapon” -শিক্ষা হল কর্মজয়ের শক্তিশালী বাহন। শিক্ষা জাতিকে শানিত করে,দক্ষ করে,সৃজনশীল করে। শিক্ষা সার্বজনীন ভাবেই ইতিবাচক পরিবর্তন ঘটায়। শিক্ষার উপাদান বৈচিত্র্যময়। শিক্ষা মূলত শিক্ষার্থী,শিক্ষক,শিক্ষাক্রম,শিক্ষালয়,নেতৃত্ব, ভর্তি যোগ্যতা,ঝড়েপড়া,সমাবর্তন প্রভৃতি নিয়ে আলোচনা করে।এক্ষেত্রে সমস্ত কাজে শিক্ষক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। এক্ষেত্রে বলা হয়েছে, “Teaching is an art and Teacher is the greatest artist”
শিক্ষার্থীও এক্ষেত্রে গুরুত্বপূর্ন অংশ।
শিক্ষার প্রধান উপাদান :
শিক্ষায় অধ্যয়নের ক্ষেত্রে, শিক্ষার উপাদান সমূহকে factors হিসেবে চিহ্নিত করা হয়েছে যাকে অন্য কথায় শিক্ষার প্রভাবক ও বলা হয়। অর্থাৎ, শিক্ষা সংগঠিত হওয়ার জন্য যে সকল প্রভাবকের প্রভাবে প্রভাবিত হয় তাদেরকেই শিক্ষা উপাদান বা factor of education বলে।
শিক্ষার প্রধান প্রধান উপাদানগুলো নিম্নে দেওয়া হল :
১) শিক্ষার্থী
২) শিক্ষক
৩) শিক্ষাক্রম
৪) শিক্ষালয় বা বিদ্যালয়
৫) সহশিক্ষাক্রমিক কার্যাবলী
৬) শিক্ষায় নেতৃত্ব
৭) শিক্ষার পরিবেশ
৮) ঝড়ে পড়া
৯) শিক্ষার সংযোগ
১০) সমাবর্তন
শিক্ষার্থী:
একটি নির্দিষ্ট শিক্ষাক্রম অনুযায়ী যারা অধ্যয়ন করে তারাই শিক্ষার্থী। জেন্ডার চেতনায় শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তাই শিক্ষার্থীদের ছেলে মেয়ে বা ছাত্র ছাত্রীরূপে পৃথককরন যুক্তিযুক্ত নয়। সম্বোধনের ক্ষেত্রে শিক্ষার্থীরা বা learners বলাই শ্রেয়।
শিক্ষার্থীর বৈশিষ্ট্য:
১) পঠনপ্রিয়
২) সৌন্দর্যপ্রবণ
৩) পবিত্রতার পরিচায়ক
৪) বাকপটুতা
৫) বাস্তব চিন্তাসম্পন্ন
৬) পরিচ্ছন্ন ও পরিপাটী
৭) ধর্মপ্রবণ
৮) দেশের প্রতি আনুগত্য প্রকাশ
৯)নমনীয়, ভদ্র
১০) নিয়মিত অনুশীলন

0/Post a Comment/Comments