![]() |
ইশরাত ফেরদাউস |
ইশরাত ফেরদাউস
নগ্ন তো সুযোগ সন্ধানীরা হয়
তোমায় নিমগ্ন করবো আমার লুকায়িত পারিজাত বাগানে!
পুষ্প ভালোবেসে বৃক্ষের কোল থেকে তুলে নয়,
তোমায় স্থান দিতে চাই আমার আঙিনায় ভালোবাসায় লালিত বৃক্ষ রূপে।
অতীত বিষাক্ত কন্টকের বাহার ছুঁড়ে ফেলে দাও প্রিয়,
ওরা তো এখন আর নেই- ভালোবাসতে বাসতে সব কন্টক উড়ে গেল!
তোমাকে নিষ্পাপ শিশুর মতো স্নান করাবো হৃদয়ের কল্লোলিত স্বচ্ছ পানির ঝরণায়,
তোমার চুলে ছিটিয়ে দেবো জাফরান,
কপালে এঁকে দেবো নীল শিশির বিন্দু।
নগ্ন নয়, নিমগ্ন করাবো তোমাকে ভালোবাসার নীল কাব্যে!
যেথায় কষ্টের নীল মুছে দিয়ে, বুনেছি সমুদ্রের নীল জলরাশির মতো গভীর স্বপ্ন আর, আমাদের হাসি- কান্না, সুখ- বিষাদ, কল্পনা- বাস্তবতার টুকরো টুকরো রঙিন পাথর।
সেসব পাথরের গাঁ ঘেষে ঘেষে সাঁতরে চলছে দুটো সবুজ মাছ!
Post a Comment