নভেম্বর ৬, ২০১৯।
প্রথম ভ্যাট মেলা বেনাপোলে! সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের চত্বরে। যশোর ভ্যাট কমিশনারের তত্ত্বাবধানে। প্রথমবারের মতো এনবিআরের সদস্য ভ্যাট বাস্তবায়ন জনাব মো: জামাল হোসেন তিনজন কমিশনারকে নিয়ে এ মেলার সূচনা করেন। জনাকীর্ণ আয়োজন। উৎসবমুখরও।
বেনাপোলের ব্যবসায়ীরা সাম্প্রতিক উদ্ভাবনে এগিয়ে। এ মেলাও একটি উদ্ভাবন। গত দুবছর সীমান্তে তাঁরা অনেক ‘প্রথম’ এর সূচনা করেছেন। ভারতীয় ট্রাকের ডাটা সংরক্ষণের জন্য উদ্ভাবিত বেনাপাস সফটওয়্যার দেশ-বিদেশে নন্দিত হবার পর আরো অনেক সংযোজন হয়েছে। বাংলা-ভারতে গাড়ি গমনাগমনের দুটো লিংকরোড চালু, বাইপাস সড়ক, যানজট নিরসন, যাত্রীসেবা উন্নয়নসহ বহু অর্জন।
নতুন আইনে নতুন করে করের বোঝা চাপানো হয়নি। কেবল বিধানগুলো একটু লক্ষ্য করলেই আইন মেনে নতুন ভ্যাট দেয়া সহজ। কোন সমস্যা হলে যশোর ভ্যাট কমিশনারেটের হটলাইনে যোগাযোগ করে উত্তর পাওয়া যাবে।
প্রকল্প পরিচালক ও কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান ও যশোর ভ্যাটের কমিশনার মো: জাকির হোসেন সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
দেশপ্রেম নিয়ে আইন মানার জন্য এবং নতুন আইনকে নতুন বধুর মতো বরণ করার জন্য সদস্য মহোদয় আহবান জানান।
মেলা শেষে তিনি সমগ্র বহর নিয়ে বেনাপোল কাস্টম হাউসের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। কাস্টম হাউসের কর্মকর্তারা ভাবগম্ভীর্যপূর্ণতা ও সম্মাননার মাধ্যমে সদস্য মহোদয় ও অতিথিদের বরণ করেন।
বেনাপোল এগিয়েছে অনেকেদূর। বেনাপোল উদ্ভাবনে এগিয়ে যাক! অবিরাম অর্জনে অঙ্গীকার অটুট থাকুক।
-
Post a Comment