কবিতা: প্রশ্ন

প্রশ্ন
ইশরাত ফেরদাউস


আর তো সন্ধান করিনি, পাথরে নয়তো সমুদ্রে

উড়িয়ে দিয়েছি মানসিক ঝড়ে,, কোনো গ্রীষ্মে।
আমিও মানুষ টিকে ধরতে পারিনি!
উড়ে গেছে, হারিয়ে গেছে, বাসা বেঁধেছে কোনো শহরে, কোনো ফলিত গ্রামে।

পৃথিবীর সেই সুন্দর পুরুষ লিখেছিলেন-
কোন নীল সমুদ্র তটে- তার সমুদ্র প্রিয়!
কিংবা দূরে দূরে....
ঠিকই তো দূরে!

কারো কারো ফিরে যাওয়ায় নির্বাক হতে হয়
চলে যাওয়ার মতো তার মৃত্যুতেও আমি নির্বাক থাকবো।
শুধু ঘুরে ঘুরে দেখেছি-
মানুষের কাছে, আশেপাশে ঘুরে,
কি প্রেম! কী তীব্র, প্রেম কী তীব্র!
তবে কেন তাদের ভালোবাসা তীব্র হয়না?

0/Post a Comment/Comments