![]() |
ইশরাত ফেরদাউস |
ইশরাত ফেরদাউস
আমি জানি, একদিন তোমার ঠিকানা পরিবর্তন হয়ে যাবে,
যেমন সাদা কাপড়ে লাল রঙ আতঙ্কিত লাগে,
আমি বিষন্নতাকে মুড়িয়ে রেখেছি
একদিন রোদে শুকাবো বলে।
গল্পের খাতায় আমি এক নির্বিকার ফড়িং
হঠাৎ হঠাৎ ঝরে পড়ে পালক
তবু উড়ে যাই বিষাদের মেঘে মেঘে।
এইসব দিনরাত্রি ভাগ করে, ফলাফল-
আমি শূন্যের ঠোঁটে।
যেখানে তুমি গিয়ে দাড়িয়েছো কারো জোড় হয়ে।
আসন্ন শূন্যতত্ত্বে আমি যত্নে লুকিয়ে রেখে দিবো আমাদের সমস্ত সরল এর জটিল মারপ্যাচ।
Post a Comment