বিলুপ্তপ্রায় পেশা :
============
রাত ১০ টা। কবি মমিন আফ্রাদকে নিয়ে প্লাটফর্ম দিয়ে হাটছিলাম।হঠাৎ চোখ পরে অচেনা দুটি বস্তুর উপর।এগুলোর কাছে যেতেই দুজন লোক এগিয়ে আসলেন।চোখে মুখে তাদের জিজ্ঞাসার ছাপ।একজনের নাম মো.তৌহিদ মিয়া অন্যজন মো.স্বপন মিয়া।পেশায় ডুবুরি। জাপানের "অ্যামা ডাইভারদের" মত তারাও আজ বিলুপ্তির পথে।প্রশ্ন করতেই তারা বিভিন্ন ধরনের তথ্য দিতে থাকে।অপেক্ষমান দুজনের সাথে আলাপচারিতায় একপর্যায় উঠে আসে তাদের সমকালীন অর্থনৈতিক অবস্থার চিত্রটি।নিচে সাক্ষাতকারটি তুলে দেয়া হল:
আফ্রাদ: আপনাদের একটু কষ্ট দিব যদি হাতে সময় থাকে।
তৌহিদ: সমস্যা নাই কইতে পারেন
রাসেল:বাড়ি কোথায় আপনাদের??
তৌহিদ:ঘোড়াশাল
আফ্রাদ: কোথাও যাচ্ছেন মনে হচ্ছে??
স্বপন: হ ট্রেইনের লাইগ্যা অপেক্ষা করতাছি
রাসেল: কোথায় যাচ্ছেন??
স্বপন: নোয়াখালি।
আফ্রাদ:আপনাদের মধ্যে বড় কে?
তৌহিদ: আমিই বড়।স্বপন আমার ছোট ভাই
আফ্রাদ: এই যন্তগুলোর নাম কি? কি করেন এসব দিয়ে?
তৌহিদ: লম্বাটার নাম আচড়া, আর ঔটা ঝাই ( দেশীয় ভাষায় হোসা)। এগুলো দিয়ে স্বর্ণ খুজিঁ।
রাসেল:এই পেশার নাম কি?
তৌহিদ:ডুবুরি কয় আরকি সবাই
আফ্রাদ:কোথায় খুজেঁন?
স্বপন:পুকুর, বিল, ঝিল,নদ- নদী এবং খালে
রাসেল:আপনারা এ পেশায় কতদিন?
তৌহিদ: এটা আমাগোর পৈত্রিক পেশা।ছোটবেলা থ্যাইকাই আমরা এই কাম কইরাইতাছি।
আফ্রাদ:নোয়াখালি কেন নরসিংদী কি এই কাজ নাই?
তৌহিদ:না ভাইজান,আগেতো মানুষজন পুকুর,নদীত,খাল,বিলে গোসল করত,এহন ত সবার বাড়ি বাড়ি মটর বসায়,গোসল টোসল করার জইন্য হেরা আর বাড়ির বাইরে যায়না।একারনে নরসিংদীতে এই কাম কম।
রাসেল:নোয়াখালিতে চাহিদা কেমন আর ওখানে কি আপনাদের কোন দল আছে?আর কিভাবে লোকজনকে আপনারা আকৃষ্ট করেন??
স্বপন:না কোন দল নাই।এই যে এই এইডা দেখছেননা (ছোট ডুগডুগি দেখিয়ে),এইডা দিয়ে বাজাইলেই লোকজন বুঝে আর ঔই জায়গাতে এখনো এগুলাই(কাজটি) আছে তাই হেরা বুঝে ডাকলে।
আফ্রাদ: আপনাদের বাচ্চা??
তৌহিদ: আমার ছয়জন আর স্বপনের তিনজন
রাসেল: আপনারা এটা থেকে দৈনিক কেমন আয় করতে পারেন আর যা আসে তা দিয়ে কি সংসার চলে???
তৌহিদ: চলে কোনমতে।আর কাম বুঝে ট্যাকা নেই।
স্বপন:ধরেন(তার সাথে সুর মিলিয়ে) ১০০০ ট্যাকার নিচে আমরা পানিতে নামিনা।তয় ৩/৪/৫ ট্যাকার কামও পাই মাঝেমইধ্যে।
আফ্রাদ:নরসিংদী চরাঞ্ছলে কি যাওয়া হয়না?
স্বপন: এদিগেও কাম নাই।
রাসেল:মাসে কেমন থাকে?
তৌহিদ:১০/১২ হাজার
আফ্রাদ:অন্যকোন কাজ করেন পাশাপাশি??
তৌহিদ: না
রাসেল: আপনাদের কিছু ছবি তুলব যদি মনে কিছু না করেন।
তৌহিদ: না না কোন সমস্যা নাই তোলেন তোলেন। ইন্টারনেটে দিবেন???
আফ্রাদ:হ্যা।(তৌহিদ তার যন্ত্র কাদে নিয়ে দাড়াঁলেন।দুজনেই ৫ মিনিট ধরে অনেকগুলো ছবি তুললাম)
রাসেল:মোবাইল নম্বর আছে?
তৌহিদ: আছে(নিচে দেয়া আছে)
রাসেল:কষ্ট দিলাম আপনাদের
তৌহিদ:কি কন কষ্ট ত আমরা দিলাম।
রাসেল:আচ্ছা ঠিক আছে আসি।
তৌহিদ: আসসালামু আলাইকুম
আফ্রাদ: ধন্যবাদ।
পুকুর, বিল,ঝিল এবং নদীতে কাজ করতে গিয়ে যদি কারো কিছু হারানো যায় নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন:০১৮৪০-৩৭৭৯৯৭
Post a Comment