![]() |
ছবি: Carleton University |
অনেকগুলো উদাহারনের মাধ্যমে যখন কোন বিশেষ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তখন তাকে আরোহী পদ্ধতি বলে।
এটি শিক্ষার্থী কেন্দ্রিক অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। এ পদ্ধতিতে পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে গৃহীত বিশেষ তথ্য থেকে বিশেষ সত্যে বা বিশেষ প্রতিজ্ঞা থেকে সামান্য সিদ্ধান্তে পৌঁছা জায়।এ পদ্ধতিতে শিক্ষার্থীরা উদাহারন থেকে বুঝে নেয়ার সুযোগ পায়।
Post a Comment