ফলাবর্তনের মৌলিক নীতিমালা


ফলাবর্তনের ক্ষেত্রে কতগুলো মৌলিক নীতিমালা অনুসরণ করা উচিত-
  • কেবল দুর্বল দিক সম্পর্কে ফলাবর্তন প্রদান নয়, সবল দিকগুলো সম্পর্কেও প্রশংসা করতে হবে।
  • দুর্বল দিক চিহ্নিত করে সেগুলো দূরীকরণের উপায় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান ও উৎসাহিত করতে হবে।
  • পর্যবেক্ষকের মন্তব্য হবে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও বোধগম্য।
  • এমনভাবে ফলাবর্তন দিতে হবে যাতে শিক্ষার্থীর প্রেষণা, আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ে, ভুল ধারণা সম্পর্কে উপলব্ধি জন্মে এবং শিক্ষার্থী তা শুধরে নিতে পারে।
  • ফলাবর্তন প্রদানে শিক্ষার্থীকে সরাসরি আঘাত করা যাবে না। নেতিবাচক কথা ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
  • পর্যবেক্ষকের মন্তব্যগুলো প্রশিক্ষাণার্থী শিক্ষককে নোটবুকে লিখে নিতে হবে যাতে সে সহজে এগুলো দেখতে পায় ও সে অনুযায়ী নিজে শিক্ষণ-শিখন কাজ পরিচালনা করতে পারে।

0/Post a Comment/Comments