NTRCA – এনটিআরসিএ কী?


NTRCA – এনটিআরসিএ কী?

NTRCA – এনটিআরসিএ এর ইংরেজীতে পূর্ণ রূপ হলো, Non-Government Teachers’ Registration and Certification Authority সংক্ষেপে NTRCA. আর বাংলায় প্রতিষ্ঠানটি, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নামে পরিচিত। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত প্রতিষ্ঠানটি, একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যা ২০০৫খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। MPOভুক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহে যোগ্য ও মান সম্মত শিক্ষক নির্বাচনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার গুণগত পরিবর্তনের লক্ষ্যে শিক্ষকের দক্ষতা ও মান উন্নয়নও, প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।

0/Post a Comment/Comments