ব্যবস্থাপনার কিছু এক কথার প্রশ্ন




  1. Esprit de Corps -এর অর্থ- একতাই বল (Unity is strength)
  2. Esprit de Corps - ফরাসি শব্দ
  3. সবার প্রতি একই আচরণ ও স্নেহ প্রদর্শন- সাম্য নীতির মাঝে পরে
  4. প্রত্যেক কর্মচারী প্রত্যক্ষভাবে শুধু একজন ঊর্ধ্বতনের অধীনে থাকবে- আদেশের ঐক্য অনুযায়ী
  5. কেন্দ্রীয়করণ- কর্মীর ভূমিকা হ্রাস করে
  6. বিকেন্দ্রীকরণ- কর্মীর ভূমিকা বৃদ্ধি করে
  7. উচ্চ পর্যায়ে সিদ্ধামত্ম থাকে- কেন্দ্রীভূত
  8. নিমণ পর্যায়ে সিদ্ধামত্ম থাকে- বিকেন্দ্রীভূত
  9. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক- ফ্রেডারিক উইন্সলো টেইলর (F.W. Taylor)
  10. টেইলরের প্রকাশিত প্রধান বই- Priciples of Scientific Management (1911)
  11. টেইলর-র জন্ম- ১৯৮৫, যুক্তরাষ্ট্র
  12. Taylor শিল্প প্রতিষ্ঠানের কার্যাবলিকে ৮ভাগে ভাগ করেন
  13. কার্যভিত্তিক সংগঠনকে Functional Foremanship নামকরণ করেন- F.W. Taylor
  14. দৈহিক ও মানসিক যোগ্যতা অনুযায়ী কর্তব্য বণ্টনের পরামর্শ দেন- চার্লস ব্যাবেজ
  15. সামরিক অভিজ্ঞতাকে ব্যবস্থাপনার কাজে লাগাবার পরামর্শ দেন- হ্যারিংটন এমারসন
  16. টাস্ক ও বোনাস পরিকল্পনা, গান্ট চার্ট প্রবর্তন করেন- হেনরি লরেন্স গান্ট
  17. সৌহার্দ্যপূর্ণ শ্রম-ব্যবস্থাপনা সম্পর্কের উপর গুরম্নত্ব আরোপ করেন- মেরী পার্কার ফোলেট
  18. Dynamic Administration বইটি রচনা করেন- মেরী পার্কার ফোলেট
  19. গতি সমীক্ষার জনক- ফ্রাঙ্ক বাঙ্কার গিলব্রেথ
  20. Psychology of Management বইটি রচনা করেন- লিনিয়ান গিলব্রেথ
  21. ব্যবস্থাপনার First lady বলা হয়- লিনিয়ান গিলব্রেথ’কে
  22. অর্থনীতির জনক- অ্যাডাম স্মিথ
  23. আধুনিক অর্থনীতির জনক- Paul Samuelson
  24. প্রশাসনিক তত্ত্বের জনক- রবার্ট ওয়েন
  25. আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক- RbKÑ Max Weber (Germany)
  26. ব্যবস্থাপনার জঙ্গল তত্ত্ব (Theory of Jungle) প্রদান করেন- Karrold Koontz
  27. ক্ষমতার উৎস তত্ত্ব প্রদান করেন- জেমস স্টুয়ার্ট
  28. Philosophy of Management বইটি রচনা করেন- অলিভার শেলডন
  29. ব্যবস্থাপনার অভিজ্ঞতাভিত্তিক মতবাদ প্রণয়ন করেন- আরনেস্ট ডেল
  30. প্রশাসন হচ্ছে- উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা
  31. ব্যবস্থাপনা হচ্ছে- মধ্যম ও নিমণ পর্যায়ের ব্যবস্থাপনা
  32. প্রশাসনকে মানুষের মসিত্মষ্কের সাথে তুলনা করা হয়
  33. ব্যবস্থাপনাকে চোখের সাথে তুলনা করা হয়
  34. ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে তুলনা করেছেন/ পার্থক্য করেননি- Henry Fayol, Newman, Koontz
  35. ‘Management is what a manager does’- লুইস এ এলেন
  36. IPM = Institute of Personnel Management
  37. BIBM = Bangladesh Institute of Bank Management

    0/Post a Comment/Comments