নির্বাচনি পরীক্ষার কথা জানিয়ে বাবার কাছে মেয়ের চিঠি


০২.১০.২০১২
সদর রোড, বরিশাল

শ্রদ্ধেয় বাবা,
আমার ভক্তিপূর্ণ সালাম নেবেন। মাকেও আমার সালাম জানাবেন। ফারজানা ও ছোট্টভাই রিয়াদের প্রতি রইল অশেষ স্নেহ।

সেদিন বাস স্টপে আপনার কাছ থেকে বিদায় নেওয়ার পর ভালোভাবেই বরিশাল এসে পেীছেছি । যদিও সারা পথ বাড়ির কথা ভেবে কী– যে মন খারাপ লেগছে। আগামি ১০ই নভেম্বর থেকে আমাদের প্রাক– নির্বাচনী পরীক্ষা। তাই পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি । বাবা, আপনার স্বপ্ন আকাঙ্খার কথা আমার মনে আছে । আপনি শুধু আমার জন্য দোয়া করবেন ,যেন আমি ভাল ফল করে আপনার মুখ উজ্জ্বল করতে পারি । মায়ের মুখে হাসি ফোটাতে পারি।খোদার অশেষ কৃপায় আমি ভালো আছি।আপনি আমার জন্য কোনো দুশ্চিন্তা করবেন না। নিজের শরীরের প্রতি যত্ন নেবেন । চিঠিতে আপনাদের খবর বিস্তারিত জানাবেন ।

ইতি

 আপনার স্নেহধন্য
 শিমু


0/Post a Comment/Comments