খৃষ্টান পাদ্রীদের অনাচার এবং একজন “মুফতি-মাওলানা”র অভিযোগ - আবু সাঈদ জিয়াউদ্দিন

 কানাডার সংবিধানে মৌলিক কাঠামোতে “Freedom of Religion” একটা মৌলিক অধিকার হিসাবে অন্তুভূক্ত থাকা এবং বিশেষ করে লিবারেল পার্টি এবং নিউ ডেমোক্রেটরা ধর্মীয় স্বাধীনতার বিষয়ে উদারনৈতিক অবস্থানের কারনে ইসলাম তথা মুসলিমরা রাষ্ট্রীয় ভাবে নিরাপদ। কিন্তু কানাডার একটা প্রদেশ – কুইবেক তার উল্টা পথে হাঁটার চেষ্টা করে। ইতোপূর্বে নেকাব নিষিদ্ধ করার বিষয়ে ফেডারেল সরকারের কিছু চেষ্টা সুপ্রীম কোর্টে বাতিল হলেও কুইবেক আবারও নেকাব নিষিদ্ধ করে এইটা আইন পাশ করেছে – যদিও আইনটির ব্যাখ্যা এবং
কার্যকারীতা নিয়ে প্রদেশিক সরকার যথেষ্ট চাপের মধ্যে আছে। বস্তুত এই আইনটি যতটানা সংবিধানের মৌলিক অধিকারে কথা বিবেচনা করা হয়েছে – তার চেয়ে বেশী জনমতকে মুল চালিকা শক্তি হিসাবে দেখানো হয়েছে। বস্তুত ৬০% উপরে জনমত এই ব্যানের পক্ষে। আলোচনা বিষয় এইটা না – কারন সব দেশের রাজনীতিবিদরা কিছু ইস্যু ব্যবহার করে জনগনকে ব্যস্ত রাখতে – যাতে জনগন সরকারের দূর্নীতি এবং অব্যবস্থাপনা আর সমাজের বৈষম্যমুলক বিষয়গুলো নিয়ে আলোচনা না করতে পারে।
লক্ষ্যনীয় যে পুরো কানাডার মধ্যে সর্বনিম্ন মাত্র ৫৬% মানুষ নেকাব ব্যানের পক্ষে হলেও শুধুমাত্র কুইবেক সরকার এই কাজটা কে করছে। উত্তরটা খুবই সহজ – কুইবেকের অধিকাংশ মানুষ ধর্মকে ঘৃনা করে – কথা বলতে শুনেছি এক কুইবেকারের কাছে। উল্লেখ্য যে কুইবেকে রাস্তার নামগুলোর দিকে তাকালে যে কোন মানুষের ভিন্ন ধারনা হবে – কারন কুইবেকের বিশেষ করে রাজধানী মন্ট্রিয়লের রাস্তাগুলো অধিকাংশের নাম কোন না কোন খৃষ্টান আলেম ওলামাদের নামেই। শহরের রাস্তাগুলোতে শোভা বর্ধন করে আছে সুউচ্চ গির্জ্জাগুলো – দেখলে মনে হবে এইটা একটা ধর্মস্থান – বাস্তবে গিজ্জাগুলো বস্তুত খালি থাকে – নানান ধরনের এনজিও সেখানে ভাড়া নিয়ে অনুষ্ঠান বা ক্লাশ করিয়ে বাতি জ্বালানো খরচ যোগায়। এক সময়ে মন্ট্রিয়লে ধর্ম চর্চা হতো – কিন্তু খৃষ্টান ধর্মযাজকদের নানান অনিয়ম আর অপকর্মের কারনে মানুষ ধর্ম থেকে সরে গেছে – শুধু সরেই যায়নি – রীতিমতো ঘৃনা করা শুরু করেছে। বর্তমান কালে দৃশ্যমান ধর্মচর্চাকারী মুসলিমদের উপর সেই ঘৃনার ছোবল এসে পড়ছে। যার ফলাফল হিসাবে দেখেছি গত রমাদানে মসজিদের গিয়ে ব্রাশ ফায়ার করে মুসল্লীদের হত্যা করার মতো ঘটনাও ঘটেছে কুইবেকে।
কুইবেক প্রদেশে এই নাস্তিকতার বিস্তার পিছনে যে সকল কারন কাজ করেছে তা হলো – খৃষ্টান ধর্মযাজকদের কর্তৃক শিশুদের উপর যৌন নির্যাতন – যার মুল তাদের স্বরোপিত বৈরাগ্য আর আদিবাসীদের বাচ্চাদের উপর বডিং স্কুলে এনে খৃষ্টান বানানোর জন্যে নির্যাতন। এক সময় এই সকল নির্যাতনকে লুকিয়ে রাখা হতো ধর্ম রক্ষার নামে – উইকি পিডিয়ায় দেখা যায় –
From 2001 to 2010 the Holy See, the central governing body of the Catholic Church, considered sex abuse allegations involving about 3,000 priests dating back fifty years.[11] Cases reflect worldwide patterns of long-term abuse as well as the church hierarchy’s pattern of regularly covering up reports of alleged abuse.[note 1] Diocesan officials and academics knowledgeable about the Roman Catholic Church say that sexual abuse by clergy is generally not discussed, and thus is difficult to measure
– এই যৌন নির্যাতন ব্যাপক ছিলো – এক সময় নির্যাতিতরা জনসমুখে এসেছে – তাদের মুখ খুলেছে – ফলাফল – সাধারন মানুষ যাদের ফেরেস্তা বিবেচনা করতো – তাদের ঘৃনা করতে শুরু করেছে – যা এক সময় ধর্ম থেকে মানুষকে বিচ্ছিন্ন করেছে।
(২)
ইদানিং কালে বাংলাদেশের এক মুফতি ইসলাম ত্যাগ করেছে – সে অনলাইনে ব্যাপক নেতিবাচক প্রচারনা চালাচ্ছে ইসলামের নানান বিষয়ে বিভ্রান্তিক ব্যাখ্যা দিয়ে। মনোযোগ দিয়ে তা কিছু লেখা পড়লাম আর কিছু ভিডিও দেখলাম। বাস্তবিক পক্ষে ভদ্রলোক বিভ্রান্ত – সুষ্পষ্ট করে নিজেকে নাস্তিকও বলছে না আবার ইসলামের নামে নেতিবচক কথা বলছে। সে তার বক্তব্যে যেটুকু সুষ্পষ্ট করে বলতে পারছে তা হলো তার আশ্রয়দানকারী নাস্তিকদের বক্তব্যের অংশটুকু – বলাই বাহুল্য সেই অংশটুকু সুলিখিত এবং সুষ্পষ্ট। বাকী সবটুকুই বিভ্রান্তিমুলক। বস্তুত উনি ফিতনা সৃষ্টি করছে।
একজন বা কয়েকজন আলেম বা মুফতি ইসলাম ত্যাগ করলে তেমন কোন ক্ষতিবৃদ্ধি হবে না – এইটা সহজ কথা। কোন আলেমে কথাশুনে কেউ ইসলাম পালন করলে তার জন্যে সমস্য কিন্তু যারা ইসলাম মুল ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাদের জন্যে কোন সমস্যা না। বাংলাদেশের অধিকাংশ মানুষই জ্ঞানভিত্তিক ইসলাম চর্চা করে না – তারা অনুসরন করে কোন না কোন মতাদর্শ – আর আলেমরা তাদের পথ প্রদর্শক – সেই ক্ষেত্রে এই ধরনের ফিতনায় পতিত হওয়ার লোকের সংখ্যা দিনে দিনে বাড়বে বলেই অনুমান করি। (আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে রক্ষা করুন)।
আরেকদল আলেম জানবাজি রেখে কথিত এই মুফতির সাথে বাকযুদ্ধ করে যাচ্ছে – সেইটাই স্বাভাবিক। এতে তার বিভ্রান্তির প্রচারে কিছুটাই হলে গতি হারাবে। কিন্তু তার কিছু অভিযোগ যা মাদ্রাসা – বিশেষ করে এতিমদের মাদ্রাসার বিষয়ে করেছে তা ভয়াবহ। তার উত্থাপিত অভিযোগের যদি একশ ভাগে এক ভাগও সত্য হয় – তবে তা বাংলাদেশে প্রচলিত ধর্ম চর্চার কাঠামোকে প্রবল ভাবে আঘাত করবে। তার অভিযোগ অনুসারে বাংলাদেশের মাদ্রাসাগুলো – বিশেষ করে বোডিং গুলোতে সমকাম – সুষ্পষ্ট করলে বললে বলতে হয় কিশোরদের উপর বলৎকারের চর্চা ব্যাপক। এই ধরনের অভিযোগ আগেও শুনেছি – কিন্তু এবারই একজন দায়িত্বনিয়ে এই অভিযোগ জনসমুখে উপস্থাপন করলো। যদি ঘটনার পিছনে সত্যতা থাকে – তবে একসময় সেই কিশোররা তাদের নির্যাতনের কথাগুলো প্রকাশ্যে বলার জন্যে এগিয়ে আসবে – বিশেষ করে যখন এই অভিযোগ উপস্থাপন তাদের জন্যে সামান্য হলেও প্রতিকারের বা সমবেদনার জায়গা তৈরী হবে। এতিম শিশু-কিশোরদের এক সময় প্রকাশ্যে কথা বলানোর জন্যে একদল মানুষ এগিয়ে আসবে। সেইটা হবে খুবই খারাপ সময়। বাংলাদেশের ইসলাম চর্চা যেহেতু আলেম নির্ভর – আর আলেমদের নামে যদি যৌন -নির্যাতনের অভিযোগগুলো বিশ্বাসযোগ্য করে উপস্থাপিত হয় -তবে বর্তমান ভারসাম্য নষ্ট হয়ে যাবে – যারা সামাজিক চাপে বা পারিবারিক চাপে নিজেদের ধর্মবিদ্বেষকে লুকিয়ে রাখে – তারাও সোচ্চার হবে ইসলামের বিরুদ্ধে।
(৩)
ইংরেজীতে একটা কথা আছে এলিফেন্ট ইন দ্যা রুম। বাইরে থেকে এই হাতি দেখা যায় না – কিন্তু ভিতরে যারা আছে তারা দেখে কিন্তু স্বীকার করে না। এই স্বীকার না করার জন্যে তাদের অতি-উচ্চমূল্য দিতে হয় -যার কথা শুরুতেই বলেছি। আশা করি বাংলাদেশের ইসলাম চর্চার উপর এই ধরনের কোন আঘাত আসবে না। এইটা আমরা বাইরে থেকে আশা অথবা দোয়া করতে পারি। কিন্তু যারা মাদ্রাসা শিক্ষা – বিশেষ করে এতিমখানার শিক্ষাকে অচলায়তন করে আগলে রেখেছে – দলে দলে এতিমদের হাফেজ বানিয়ে সমাজে ছেড়ে দিচ্ছে পরনির্ভরশীল জীবন যাপনের জন্যে – তার নিশ্চয় জানে ঘরের ভিতরে হাতি আছে কিনা। কথিত মুফতির বিরুদ্ধে জেহাদ করার পাশাপাশি নিজেদের ঘরের ভিতরের সমস্যাগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া জরুরী। আশা করি বাংলাদেশের কওমী শিক্ষার সাথে জড়িতরা এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।
শেষ কথা হলো – আলিয়া মাদ্রাসা নামে যে শিক্ষা ব্যবস্থা আছে তা না হাঁস না সজারু – সেই ব্যবস্থার ভিতরে এই কিশোরদের যৌন নির্যাতনে অভিযোগ অনেক পুরানো। তারাও হয়তো একসময় বিপর্যয়ের সাথে হবে – কারন বালির নীচে মুখ গুজে নিনের মুখ লুকানো যায় কিন্তু ঝড়কে ঠেকানো যায় না। 
= সদালাপ

0/Post a Comment/Comments