শিক্ষানীতি ২০১০ এ বৃত্তিমূলক ও কারিগরী শিক্ষার সংস্কারসমূহ

প্রয়োজনীয়তা এবং লক্ষ্য উদ্দেশ্য
দক্ষ জনশক্তি জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি৷ বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবনের ফলে বিশ্বব্যাপী উন্নয়ন কৌশল ও পদ্ধতির দ্রুত পরিবর্তন ঘটছে৷ উন্নয়নশীল দেশগুলো মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসা বাণিজ্য, পরিবহন,
উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, দক্ষ জনশক্তির রফতানি ও যোগাযোগের ক্ষেত্রে প্রতিনিয়ত অসম ও প্রতিকূল প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে৷ উন্নয়নশীল দেশ হিসেবে এ অসম প্রতিযোগিতায় অর্থনৈতিক উন্নয়নের সুযোগ সৃষ্টি  ও শ্রমের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে আমাদের অদক্ষ জনশক্তিকে বৃত্তিমূলক এবং প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষার দ্রুত সম্প্রসারণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবে৷ লক্ষ্যণীয় যে, বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির সম্প্রসারণ গ্রাম বাংলায় কৃষি থেকে শুরু করে যান্ত্রিক নৌকা, যন্ত্রচালিত আখ মাড়াইয়ের মেশিন, রাইস মিল, যোগাযোগ সেক্টর, বিদ্যুতায়ন,, পাওয়ার লুম, যন্ত্রচালিত তাঁত ইত্যাদি সকল ক্ষেত্রেই দ্রুত ঘটছে৷ এই সকল ক্ষেত্রে দক্ষ কারিগরি জনশক্তির খুবই প্রয়োজন হবে৷
ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে দক্ষ জনশক্তির চাহিদা থাকবে অধিক৷ আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা সম্পন্ন জনশক্তি সরবরাহ করতে না পারলে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ সংকুচিত হবে৷ কাজেই আন্তর্জাতিক বাজারে প্রেরণের জন্য দক্ষ জনশক্তি সৃষ্টি করতে হবে৷
কৌশল
  • জাতীয় দক্ষতা মান এক, দুই ও তিন পর্যায়ের দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে মাদ্রাসা শিক্ষাসহ মাধ্যমিক স্তরের সকল শিক্ষাক্রম পর্যায়ক্রমে বৃত্তিমূলক করা হবে৷ এই লক্ষ্যে থানা পর্যায় থেকে শুরু করে জেলা ও জাতীয় পর্যায় পর্যন্ত ভোকেশনাল ও কারিগরি শিক্ষার নেটওয়ার্ক বিস্তৃত করা হবে৷ দেশের সকল ছাত্র-ছাত্রীকে ৮ম শ্রেণী পর্যন্ত ৮ বছর মেয়াদী শিক্ষা অবশ্যই সমাপ্ত করতে হবে৷ অতঃপর তারা ভোকেশনাল, কারিগরি সাধারণ ইত্যাদি ধারায় অধ্যয়ন করতে পারবে৷ 
  • শিল্প কারখানা ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে স্যান্ডুইচ প্রোগ্রামের মাধ্যমে মাস্টার ক্রাফটসম্যান সৃষ্টির ব্যবস্থা করা হবে৷ 
  • অষ্টম শ্রেণীর শিক্ষা সমাপ্তির পর এক বছরের বৃত্তিমূলক (Vocational) প্রশিক্ষণ দিয়ে বা স্বীকৃত শিল্প প্রতিষ্ঠানে এক বছরের এপ্রেনটিসশিপ (Apprenticeship) প্রশিক্ষণ দিয়ে আধা দক্ষ টেকনিশিয়ান বা টেকনিশিয়ান গ্রেড ১-এর জনশক্তি তৈরি করা হবে৷ এখানে এব বছরের প্রশিক্ষণ থানা পর্যায়ে স্থাপিত সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট বা বেসরকারী বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দেয়া হবে৷
  • অষ্টম শ্রেণীর শিক্ষা সমাপ্তির পর দুই বছরের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে বা আধা দক্ষ টেকনিশিয়ান সনদপ্রাপ্তদের বাস্তব অভিজ্ঞতা ও এক বছরের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে দক্ষ টেকনিশিয়ান বা টেকনিশিয়ান গ্রেড-২ জনশক্তি সৃষ্টি করা হবে৷ এই সনদ থানা পর্যায়ে স্থাপিত টেকনিক্যাল ইনস্টিটিউট কর্তৃক প্রদান করা হবে৷
  • অষ্টম শ্রেণীর শিক্ষা সমাপ্তির পর চার বছরের বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে বা দক্ষ টেকনিশিয়ান গ্রেড-২ এর বাস্তব অভিজ্ঞতা ও দুই বছরের বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে বা দশম শ্রেণী উত্তীর্ণ ও দুই বছরের বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে টেকনিশিয়ান গ্রেড-৩ পর্যায়ের জনশক্তি সৃষ্টি করা হবে৷ এই শিক্ষা থানা পর্যায়ে স্থাপিত টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে প্রদান করা হবে৷
  • ডিপ্লোমা স্তরের কারিগরি শিক্ষার মেয়াদ বর্তমানে প্রচলিত তিন বছর প্রাতিষ্ঠানিক এবং দুই মাস শিল্প কারখানায়/মাঠ পর্যায়ে সংযুক্তির স্থলে প্রাতিষ্ঠানিক ও কারখানায়/মাঠ পর্যায়ে সংযুক্তিসহ চার বছর মেয়াদী করা হবে৷ কারখানা/মাঠ পর্যায়ে সংযুক্তির ছয় মাস এই সময়ের মধ্যে দুই ভাগে বিভক্তি থাকবে- দ্বিতীয় পর্যায়ে তিন মাস এবং তৃতীয় পর্যায়ে তিন মাস৷ আনুষ্ঠানিক ও সংযুক্তিসহ পূর্ণ পাঠ্যক্রম শেষে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ কারিগরি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে পলিটেকনিক ইনস্টিটিউট এবং এ ধরনের অন্যান্য ইনস্টিটিউটের সংখ্যা বৃদ্ধি করা হবে৷ বেসরকারীখাতে কারিগরি ইনস্টিটিউট স্থাপন উৎসাহিত করা হবে৷
  • কারিগরি ডিপ্লোমা পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীকে যোগ্যতা যাচাই করে ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট স্নাতক পর্যায়ের উচ্চ শিক্ষা কোর্সে (ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, কৃষি ইত্যাদি) ভর্তির সুযোগ দেয়া হবে৷
  • প্রকৌশল ডিপ্লোমা ও অন্যান্য ডিপ্লোমা পর্যায়ের অন্যান্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাদির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কোর্সগুলো দুই শিফটে চালু রাখা যায়৷ তবে নির্ধারিত পাঠদান সময় মানসম্মত পর্যায়ে থাকতে হবে৷
  • বৃত্তিমূলক, প্রকৌশল ডিপ্লোমা ও ডিপ্লোমা পর্যায়ের অন্যান্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাদি ব্যবহার করে স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য জাতীয় দক্ষতা মানের বেসিক ট্রেড তৃতীয়, দ্বিতীয় ও প্রথম গ্রেডের উপানুষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে৷
  • সর্বস্তরে সকল শিক্ষকের জন্য শিক্ষক প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে শিল্প কারখানায় বাস্তব প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে৷ এই পরিপ্রেক্ষিতে সকল বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষক প্রশিক্ষণের জন্য ভিটিটিআই ও টিটিসি-এর সংখ্যা বৃদ্ধি করে প্রশিক্ষনের ক্ষেত্র সম্প্রসারিত করতে হবে এবং দূরশিক্ষণের মাধ্যমেও প্রয়োজনীয় শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে৷
  • বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার জন্য বাংলা ভাষায় পর্যাপ্ত পুস্তক প্রণয়ন, অনুবাদ ও প্রকাশনার ব্যবস্থা করা হবে৷
  • বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১ঃ ১২৷
  • যখন এসএসসি সার্টিফিকেট পরীক্ষা বিলুপ্ত হবে তখন যে সকল ডিপ্লোমা কোর্সের জন্য এসএসসি পাশ নূন্যতম যোগ্যতা সেগুলোতে ভর্তির জন্য ১০ শ্রেণী উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট বিদ্যালয় থেকে নিয়ে নির্ধারিত ভর্তি পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন সাপেক্ষে ঐ সকল ডিপ্লোমা কোর্সে শিক্ষার্থী ভর্তি হতে পারবে৷
  • দরিদ্র পরিবারসমূহের ছেলেমেয়েদেরকে কারিগরি শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং তারা যাতে তাদের নির্বাচিত কারিগরি শিক্ষা সমাপ্ত করতে পারে তার জন্য প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে৷
  • টেকনিশিয়ান গ্রেড-১, টেকশিয়ান গ্রেড-২, টেকনিশিয়ান গ্রেড-৩ সহ প্রযুক্তিতে ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার জন্য বাজেটে আলাদা বরাদ্দ দেয়া হবে৷
  • টেকনিশিয়ান গ্রেড-১ সনদধারীগণ বাস্তব অভিজ্ঞতাসহ যোগ্যতা যাচাই সাপেক্ষে ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে প্রযুক্তিতে ডিপ্লোমা কোর্সে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে
বৃত্তিমূলক ও কারিগরী শিক্ষার প্রয়োজনীয় তথ্যসমূহ




Directorate of Technical  Education
কারিগরী শিক্ষা অধিদপ্তর
এফ-৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরে বাংলানগর, ঢাকা-১২০৭ ।
ওয়েব সাইট -  www.techedu.gov.bd

Director General
Ph: 88-02-9110664
Fax: 88-02-9110671
E-mail: techedu09@gmail.com
Director (Vocational)
Ph: 88-02-9111023
E-mail: fardous_jafor@yahoo.com
Director (Planning & Development)
Ph: 88-02-9110804
E-mail: babr_dte@yahoo.com
Director (P I U)
Ph: 88-02-9110938
emai: suk.k07@gmail.com
Director Admin
Ph: 88-02-9110689
E-mail : sheikhhossain94@yahoo.com

0/Post a Comment/Comments