- সন্তানের সাথে স্নেহপূর্ণ আচরণ করুন।
- শ্রেণীকক্ষে বাড়ীর কাজগুলে বুঝে নিয়ে সেগুলি শেষ করতে সহায়তা করুন।
- শিশুদের স্কুলে যাবার পূর্বে বই, খাতা, কলম-পেন্সিল, রাবার সহ সকল প্রয়োজনীয় দ্রব্য আগের রাতেই গুছিয়ে রাখুন।
- স্কুলে যাবার আগে শিশুকে অবশ্যই কিছু খেতে দেবেন। সম্ভব হলে স্কুল ব্যগে কিছু খাবার/দেশী ফল দিতে পারেন।
- শিশুদের রাতে ঘুমাতে যাবার আগে দাঁত ব্রাশ নিশ্চিত করুন।
- অধিক রাত পর্যন্ত শিশুদের জেগে থাকা থেকে বিরত রাখুন।
- সকালে ঘুম থেকে উঠে হাতমূখ ধোয়ার ব্যবস্থা করুন।
- শিশুর নিজের জিনিষপত্র তাকে গুছিয়ে রাখতে উৎসাহিত করুন
- বিদ্যালয়ে শিশু কি কি করে জানার চেষ্টা করুন।
- শিশুর অভিযোগগুলো মনযোগ দিয়ে শোনার চেষ্টা করুন।
- শিশুকে শারিরীক শাস্তি বা কর্কশ ভাষায় বকাঝকা করবেন না।
- শিশুর জামাকাপড় পরিস্কার রাখুন। কোন ধারালো বা সূচালো জিনিষ স্কুলব্যগে রাখতে দেবেন না।
- শিশুর খাবার তালিকায় মাছ/ মাংস/ডিম/ দুধ/ শিম জাতীয় দানা/ বাদাম/ মসুর ডাল, শাক-সবজি ও টক ফল রাখবেন।
- মাঝে মাঝে শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করে আপনার শিশুর লেখাপড়ার খবর নিন।
- আজকের শিশু আগামীর নাগরিক। শিশুকে আত্মবিশ্বাসী ও সহানুভূতিশীল করে গড়ে তুলুন।
Post a Comment