জেন্ডার কী?

জেন্ডার বলতে বোঝায় নারী-পুরুষের প্রত্যাশিত আচরণ ও দায়িত্ব, যার উৎপত্তি হয় পরিবার,সমাজ ও সংস্কৃতি থেকে। এ ধারনাটি নারী পুরুষের চারিত্রিক বৈশিষ্ট, আশা-আকাংখা, আচরণে অন্তনির্হিত আছে যা সমাজ ও অভিজ্ঞতার আলোক শেখা। সময়ের সাথে সাথে এবং সাংস্কৃতিক বিভিন্নতার কারনে এটা পরিবর্তিত হতে পারে। এই ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটি সমাজ কাঠামোয় বিরাজমান নারীদের অধস্তন অবস্থাকে বিশ্লেষণে
সহায়তা করে। সমাজে নারীদের এ অধস্তন অবস্থা পরিবর্তন ও নিরসনযোগ্য, কেননা এটি জৈবিকভাবে পূর্ণ নির্ধারিত বা চিরদিনের জন্য নির্ধারিত নয়। অতএব দেখা যাচ্ছে, পরিবার সমাজ বা সংস্কৃতি কর্তৃক সৃষ্ট, বিনির্মিত নারী ও পুরুষের মধ্যে সামাজিক সম্পর্কে জেন্ডার নামে চিহ্নিত করা হয়।
তথ্য:  তথ্য আপা প্রকল্প

0/Post a Comment/Comments