নিজের বা আপন বুঝাতে own (emphasizing adjective) ব্যবহৃত হয়

নিজের বা আপন বুঝাতে own (emphasizing adjective)  ব্যবহৃত হয়


own brother/sister/mother/father/son/daughter/child/children 

সে আমার আপন ভাই/বোন।

He is my own brother/sister.


এর আগে বিভিন্ন Dictionary থেকে রেফারেন্স ও উদাহরণ দেখিয়েছিলাম। 

এবার সাকিব আল হাসানের পোস্ট থেকে শিখুন। 


blessed with = পাওয়ার সৌভাগ্য লাভ করা, পেয়ে সৌভাগ্যবান হওয়া। 

 He is blessed with good health/a son.

She is blessed with both beauty and brains.


সঠিক জানুন। আবারও পড়ুন, ব্যাপক আপডেটেড পোস্ট। 


সে আমার আপন ভাই। [১২তম শিক্ষক নিবন্ধন ২০১৫]

A. He is my brother. 

B. He is my step brother.

C. He is my elder brother. 

D. He is my own brother.

সঠিক উত্তর : D 

(আসলে এখানে own হচ্ছে Emphatic adjective 

আপন ভাই, সৎ ভাই দুজনেই ভাই কিন্তু পৃথক করে বুঝানোর জন্য own ব্যবহার করা হয়।) 

আপন/নিজের ভাই/বোন/মা/বাবা/ছেলে/মেয়ে (জোর দিয়ে) বুঝাতে 

own brother/sister/mother/father/son/daughter ব্যবহৃত হয়। 

My own son disdains me for all that I did. 

(আমি যা করেছি ওসবের জন্য আমার নিজের/আপন ছেলে আমাকে ঘৃণা করে) 

I always look upon you as my own brother. 

(আমি সর্বদা তোমাকে আমার আপন ভাই মনে করি) 

(Mohiuddin & Kashem) 

He informed on his own brother. (OALD) 

[সে তার আপন ভাইয়ের বিরুদ্ধে (পুলিশের কাছে/অপরাধ দমন সংক্রান্ত কোনো কর্তৃপক্ষের কাছে) অভিযোগ করলো] 


His own brother doesn’t seem to have got in well with himself in the past. (Qila)

(তার আপন ভাইয়ের সাথে অতীত তার সম্পর্ক ভালো যাছিল বলে মনে হয় না) 

How could you sink to stealing money from you own mother? (MED) 

(নিজের মায়ের কাছ থেকে চুরি করার মতো নিকৃষ্ট কাজ কিভাবে করতে পারলে?)


রেফারেন্স : Oxford Advanced Learner's Dictionary 

তে inform on এ দেখুন। 

বাংলা একাডেমি English to Bangla  Dictionary তে own এ দেখুন।

জনস্বার্থে— মাস্টার জাহাঙ্গীর আলম

0/Post a Comment/Comments