বই রিভিউ: আহকামুন নিসা


বই: আহকামুন নিসা 

লেখক : মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন

প্রকাশন : মাকতাবাতুল আশরাফ


আসসালামু আালাইকুম। 


একজন বইপ্রেমী হিসেবে এটাই আমার প্রথম কোন বই এর উপর রিভিউ দেয়া।  আশা করি,  প্রকাশনী  এবং  অন্যান্য ব্যক্তিবর্গ যারা  রিভিউটি পড়বেন তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্বীনের পথে ফেরার পরে আমার প্রথম কেনা ইসলামিক বইটি - "আহকামুন নিসা " এবং এটাই হয়তো আমাকে কিছুকথা লিখার প্রতি অতি উৎসাহী করেছে । রিভিউ কিনা জানি না,  বইটি পড়ার পর নিজের মনের মধ্যে থাকা অব্যক্ত কথাগুলো প্রকাশের একটা সুযোগ বলা যেতে পারে।


গত বছর নভেম্বরের দিকে মানসিকভাবে প্রচন্ড কষ্টে ছিলাম। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাকে তার পথে ফিরে আসতে সাহায্য করে এবং আমি তখন  বিভিন্ন ফাযায়েল,  মাসায়েল,  মাছনূন দু'আ দুরূদ ও নসীহতের বিষয়ে আগ্রহী হয়ে পড়ি।অনেক বই,  আর্টিকেল,  পোষ্ট পড়া শুরু করি এবং মতভেদ থাকার কারণে প্রচুর ভুল ভ্রান্তুিরও সম্মুখীন হই।  অবশেষে  বিভিন্ন দ্বীনি বোনদের পরামর্শ এর সাথে সাথে  আমার হাতে আসে সকল সমস্যার প্রয়োজনীয় সমাধান সম্বলিত পরিপূর্ণ বই -"মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন "এর "আহকামুন নিসা "। মহান আল্লাহ বইটির  লেখক, প্রকাশক এবং বইটির সাথে সর্ম্পকিত সকল ব্যক্তিবর্গদের উওম প্রতিদান দান করুক। 


বলা হয়, আপনি যখন কোন সমস্যায় থাকেন তখন আপনার সমস্যার সমাধানের জন্য কুরআনের মধ্যে সমাধান খুঁজেন,  নামাজের মধ্যে সাহায্য চান এবং আল্লাহ আপনাকে পথ দেখাবেই।আর পবিএ কুরআন এর পরে একজন নারীর জন্য "আহকামুন নিসা" বইটি একটি আদর্শ বই যা আপনাকে একজন  পরিপূর্ণ মুসলিম নারী হিসেবে গড়তে সাহায্য করবে, ইনশাআল্লাহ ।


না বললেই নয়, আপনি যখন একজন আর্দশ মুসলিম নারী হিসেবে নিজেকে পরিণত করার জন্য আগ্রহী এবং সঠিক  নসীহতের জন্য  যাযাবরের মত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তখন একটি  বইয়ের মধ্যেই সকল  ফাযায়েল,  মাসায়েল,  মাছনূন দু'আ দুরূদ ও নসীহত একসাথে পাওয়া আল্লাহর অশেষ নেয়ামতেরই অংশ। কিন্তু আফসোসের বিষয়,  আমরা এখনো অনেক বোনেরাই বইটি সর্ম্পকে জানি না। একটা উওম বই সর্ম্পকে জানা এবং তা সংগ্রহে রেখে তা থেকে সঠিক জ্ঞান আহরণও রিজিকের একটা অংশ বলে আমি মনে করি।  


শুধুমাএ বইটার সূচীপএ পড়ার পরই আমার মনে একটা প্রশান্তি ছেয়ে যায় এবং একটা কথাই মাথায় আসে -" Every woman should have this book,  read this book &  must follow the book ". 


আমরা ছোটবেলা থেকেই গল্প শুনতে এবং তা থেকে শিক্ষা নিতে ভালবাসি,  সেই শিক্ষার বিষয়বস্তুটা  হয়তো সরাসরি বললে আমাদের মধ্যে শিক্ষাটা গ্রহণ এবং তা পালনে আগ্রহটা ঠিক আসে না।  লেখক বইটির প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য এবং ধরে রাখার জন্য লেখায়  যে ধারাবাহিকতা রেখেছেন এবং প্রতিটি গল্পের মধ্যে যে নসিহত রেখেছেন তা অসাধারন।  নবীদের বিবিগণ,  মাগণ ,  কন্যাগণ যে জীবনব্যবস্থা মেনে চলতেন তার মধ্যেই ছিল পরিপূর্ণ শান্তি এবং তা অস্বীকার করার কোন উপায়ই নেই।  ইসলাম এমন একটা পরিপূর্ণ  জীবনব্যবস্থা যার মধ্যে সকল সম্যসার সমাধান দেয়া, আমাদের উচিৎ শুধু তা বিশ্বাসের সাথে মেনে চলা।  


ইসলাম নারীজাতিকে যে সম্মানের জায়গা দিয়েছে তা আর কোন ধর্মই দেয়নি। ইসলামে নারীকে বলা হয় - রাব্বিয়াতুল বাইত ( Queen of House).  অথচ রানীর এই  সম্মানের চেয়ে বাইরের যুদ্ধে সাধারণ  সৈনিকের পদমর্যাদাকেই  আমরা বেশি সম্মানের জায়গা হিসেবে প্রমাণের জন্য অাপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। দুঃখের বিষয়,  আমরা নারীজাতি পাশ্চাত্য সমাজ ব্যবস্থার মধ্যে স্বাধীনতা খুঁজতে গিয়ে প্রতিনিয়ত  নিজেদেরকেই নিজেদের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে ফেলছি, এবং হয়তো সংসার থেকেই দূরে সরে যাচ্ছি যা এখনও আমরা বুঝতেছি না । আর  সেই রানীর  সম্মান রক্ষার জন্য একজন নারীকে যা যা মেনে চলতে হবে এবং তার সহজ সমাধানগুলো বইটিতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, আলহামদুলিল্লাহ ।  


আমাদের অনেকেরই বছরের বিশেষ কয়েকদিনের আমল নিয়ে অনেক মতভেদ আছে এবং সেই সকল দিনগুলোর জন্য সঠিক আমলগুলোর একটি পরিপূর্ণ সমাধানও বইটির মধ্যে আছে, আলহামদুলিল্লাহ।ফলে,  বিদাআতের গুনাহের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব, ইনশাআল্লাহ ।


বলা হয় - " সংসার সুখের হয় রমনীর গুণে "।  আর রমনীর গুণ শুধু  তার গায়ের রং এ নয় বরং তার কথা বলার আদাব, সকল শিরক,  কুসংস্কার, কবিরা এবং সগীরা  গোনাহ থেকে বাঁচার চেষ্টা,  পরিবারের সকল সদস্যদের হক পালন,  পরিপূর্ণ পর্দার ফরজ বিধান মেনে চলা সকল কিছুর মধ্যে নিহিত।  বইটি পড়ে একজন নারী  নিজেকে প্রতিনিয়ত সঠিক পথে পরিচালিত করতে সক্ষম।  আমি নিজেও অনেক ভ্রান্ত ধারনার মধ্যে ছিলাম।  মহান আল্লাহ এর অসীম রহমত এবং বইটির সহজ সরল নিদের্শনা আলহামদুলিল্লাহ আমাকে সাহায্য করছে প্রতিনিয়ত সংশোধিত হবার।


পরিবারের প্রধান শিক্ষক একজন - মা।  একজন  নেককার সন্তান এবং পরিবার গড়ে তোলার আগে নিজেকে ইসলাম জানতে হবে, ঈমান আনতে হবে। সঠিক ভাবে পবিএতা রক্ষা, সকল নামাযের বিষয় ,  যিকির,  জান্নাত লাভ - জাহান্নাম থেকে মুক্তির বিষয়, সংসার পরিচালনার যাবতীয় বিষয়,   সকাল - সন্ধ্যার প্রয়োজনীয় আমল,  শিশুর প্রতিপালনের সকল দিক সর্বপরি একটি ঘরকে জান্নাতের বাগানে রূপান্তরের সহজ পন্থা বইটির ভিতর পাবেন বোনেরা।লোকলজ্জার ভয়ে অনেক প্রশ্নই ব্যক্তিগত আছে  আমরা বোনদের সাথেও যা বলতে পারি না যেমন  বিবাহ,পবিএতা, ফরয গোসল সকল বিষয়ই   আলহামদুলিল্লাহ বইটিতে আছে। 


এই বইটি  যে শুধু বোনদের উপকারে আসবে তা নয়, ইনশাআল্লাহ দ্বীনি ভাইরাও বই পড়ে অনেক  উপকৃত হবেন বলে আমি  মনে করি । সকল বোনদের অনুরোধ করবো বইটি নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন।  উপহার হিসেবেও বইটি তালিকার প্রথম সারিতে  স্থান পাবার যোগ্য বলে আমি মনে করি। মহান আল্লাহ সবাইকে বইটি পড়ার তৌফিক দান করুক এবং সবাইকে উওম প্রতিদান দান করুক।


রিভিউ করেছেন শামসুন নাহার

0/Post a Comment/Comments