সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, পাবনা

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, পাবনা
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, পাবনা ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়ে এর মূল কার্যক্রম শুরু করে ২০০৫ সাল থেকে। সরকারিভাবে নতুন স্থাপিত ৩টি প্রশিক্ষণ কলেজ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, পাবনা,সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,  সিলেট, এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,  ফরিদপুর-রে মধ্যে এটি অন্যতম। ৩ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এ কলেজে রয়েছে একটি একাডেমিক ভবন,২টি হোস্টেল, অধ্যক্ষ মহোদয়ের বাসভবন এবং একটি হোস্টেল সুপারের জন্য বাসভবন। ২০০৫ সালে বিএড প্রশিক্ষণের জন্য এর আসন ছিল ৩৫০টি এবং এখনও এটি বিদ্যমান রয়েছে। পাশাপাশি ২০০৬ সাল থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছে। এর মধ্যে FSSAP, TQI, LSBE, WASH in School, Autism and Neuro Developmental Disability, ICT ইত্যাদি প্রযেক্টের মাধ্যমে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কার্যক্রম এ কলেজে পরিচালিত হয়েছে কিম্বা হয়ে আসছে। বর্তমান সময়ে যে প্রকল্পগুলি এ কলেজে কাজ করছে তার মধ্যে TQI-2 সবচাইতে উল্লেখযোগ্য। এই প্রকল্পের আওতায় পাবনা, সিরাজগঞ্জ, নাটর এবং গাইবান্ধা জেলার মাধ্যমিক পর্যায়ের ( মাদ্‌রাসা সহ) শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ হচ্ছে।গত অর্থ বছরে এ প্রকল্পের আওতায় প্রায় ৩০০০ প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে এ কলেজে বিসিএস( সাধারণ শিক্ষার ) ২৮টি পদ আছে। ২০১৭ শিক্ষা বর্ষে  এ কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি এড( অনার্স) এবং এম এড কোর্সের কার্যক্রম  চালু হবে। অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল বারী এবং উপাধ্যক্ষ জনাব মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে  এ কলেজ আরও গতিশীল হবে- এটা সকলের প্রত্যাশা।
 আমরা সবাই এ প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি।

ভিশন ও মিশন

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, পাবনার ভিশন- মিশন
প্রশিক্ষণের মাধ্যমে মান সম্মত শিক্ষক তৈরি করা
বি এড ( অনার্স) , বি এড ও এম এড কোর্স সফলভাবে পরিচালনার মাধ্যমে যোগ্য শিক্ষক তৈরি করা
গবেষণা কার্যক্রমে শিক্ষকদের সম্পৃক্ত ও উৎসাহিত করা
মাধ্যমিক ও কলেজের সকল স্তরের শিক্ষককে আইসিটি ব্যবহারের জন্য যোগ্য ও উপযুক্ত করা

স্থাপিত-২০০৩

অধ্যক্ষগনের কার্যকাল

ক্রমিক
নাম
হতে
পর্যন্ত
প্রফেসর মেজর শাহনাওয়াজ সালাম
বি.টি.এফ.ও,বিএসসি(অনার্স),এমএসসি(উ.বি.) রা.বি.
১১/০৫/২০০৫
২৭/০৭/২০০৫
বিমল কৃষ্ণ দাস (ভারপ্রাপ্ত)
এমএসসি (রসায়ন),ঢা.বি
এমএ-ইন-এডুকেশন (১ম শ্রেণি) ঢা.বি
২৭/০৭/২০০৫
০৪/০৯/২০০৫
কাজী শামসুর রহমান (ভারপ্রাপ্ত)
এমএসসি (রসায়ন) ১ম শ্রেণি,রা.বি বিএড (১ম শ্রেণি)

০৫/০৯/২০০৫
২৩/০৫/২০০৬
প্রফেসর করুণা রানী সাহা
বিএ (অনার্স),এমএ (বাংলা),বিএড (১ম শ্রেণি)
২৩/০৫/২০০৬
১১/০২/২০০৯
কাজী শামসুর রহমান (ভারপ্রাপ্ত)
এমএসসি (রসায়ন) ১ম শ্রেণি,রা.বি বিএড (১ম শ্রেণি)

১১/০২/২০০৯
২৯/০৩/২০০৯
এ.কে.এম রফিকুল ইসলাম (ভারপ্রাপ্ত)
বিএ (অনার্স),এমএ (ইতিহাস),এমএড
২৯/০৩/২০০৯
২৪/০৫/২০০৯
মো.মুজিবুর রহমান (ভারপ্রাপ্ত)

২৪/০৫/২০০৯
০৮/০৭/২০০৯
মো.আবুল কালাম আজাদ (ভারপ্রাপ্ত)

০৮/০৭/২০০৯
২৭/০৭/২০০৯
প্রফেসর মো. আব্দুস সবুর

২৮/০৭/২০০৯
২৬/১২/২০১৩
১০
মো.আবুল কালাম আজাদ (ভারপ্রাপ্ত)

২৭/১২/২০১৩
১৫/১০/২০১৪
১১
প্রফেসর এসএম আবু সাইদ

 ১৫/১০/২০১৪
৩০/০১/২০১৬
১২
মো.আবুল কালাম আজাদ (ভারপ্রাপ্ত)
৩০/০১/২০১৬
 ০৬/১০/২০১৬
১৩
প্রফেসর মো. আবদুল বারী 
০৬/১০/২০১৬
১৭/০১/২০১৯

0/Post a Comment/Comments