শিক্ষা উপকরণ এবং শিক্ষা উপরকণ ব্যবহারের নীতিমালা কী?

শিক্ষা উপকরণ-

শিখন শেখানো কার্যক্রমকে সহজ ফলপ্রসূ ও আনন্দ ঘন করার জন্যশিক্ষককে কত গুলো সহায়ক সামগ্রী ব্যবহার করতে হয়। শিক্ষা প্রক্রিয়ায় ব্যবহৃত এসব দ্রব্য সামগ্রী
হল শিক্ষা উপকরণ। 

শিক্ষা উপকরণ ব্যবহারের নীতি মালা-
১। উপকরণ ব্যবহারের জন্য পূর্ব পরিকল্পনা করতে হবে।
২। পাঠ সংশ্লিষ্ট নমুনা, মডেল, চার্ট, দ্রব্য ইত্যাদি ব্যবহার করতে হবে।
৩। উপকরণে ব্যবহৃত ভাষা ও লেখা সহজ ও স্পষ্ট হতে হবে।
৪। উপকরণ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীর চিন্তার উদ্রেক ঘটাতে হবে।
৫। উপকরণ যথা সম্ভব বাস্তব ও ত্রুটিহীন হতে হবে।
৬। উপকরণ এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে শ্রেণীর সব শিক্ষার্থী দেখতে পায়।
৭। উপকরণ শ্রেণী ও শিক্ষার্থীর উপযোগী হতে হবে।
৮। উপকরণ ব্যবহার করার পূর্বে শিক্ষককে ব্যবহার কৌশল রপ্ত করতে হবে।

0/Post a Comment/Comments