এডসেন্স বনাম রেভেনেউ হিটস (এডসেন্স এর চেয়ে ভাল)

আবার ও আপনাদের জন্য নিয়ে এলাম । দারুন একটি পোষ্ট ।
আমাদের সবারই একটি ব্লগ বা সাইট রয়েছে । সাইট থেকে আয় করুন খুবই সহজে ।
আমরা সবাই জানি অনলাইনে সাইটে এড দেখিয়ে আয় করার ব্যপারে এডসেন্স
সবচেয়ে সেরা । কিন্তু এডসেন্স পাওয়া এত সহজ না । কিন্তু Revenuehits এ পাওয়া খুবই সহজ ।
এডসেন্স ও Revenuehits এর মিলঃ
১.আমাদেরকে ইউনিক কন্টেন্ট, ব্লগের মেয়াদ, ভিজিটর উপর নির্ভর করে 134 টা শর্ত মেনে এডসেন্স জন্য এপ্লাই করতে হয় । যদি গুগলের দয়া হয় তাহলে আমাদের বা আমাকে এডসেন্স দেয় । কিন্তু Revenuhits এ এসব লাগে না ।
২.এডসেন্স ভিজিটর, এড ক্লিক এর টাকা পে করে Revenuhits এ একই কাজের জন্য পে করে ।
৩.এডসেন্স কপি পেস্ট, সেক্সুয়াল কন্টেন্ট সাপোর্ট করে না Revenuhits এ সবকিছুই সাপোর্ট করে ।
৪.এডসেন্স এর জন্য ব্লগস্পট 6 মাস, ওয়েব সাইটের জন্য 10 দিনের পর পর এপ্লাই করতে Revenuhits এ নতুন সাইট বা যে কোন ব্লগসাইট বা ওয়েবসাইটে 30 সেকেন্ড মধ্যে এপ্রুভ করে ।
৫.এডসেন্স শুধু মাত্র চেক, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে Revenuhits চেক, পেপাল, পেওনার মাস্টার কার্ড, ব্যাংক ওয়ার সাপোর্ট করে ।
৬.এডসেন্স ১০০ ডলার হলে উইথড্র করতে পারবে, Revenuhits ২০ ডলার হলে উইথড্র করতে পারবে ।
৭.এডসেন্স আনভেলিড ক্লিকের বন্ধ করে দেয়, রিভিনিউহিট করে ।
৮.এডসেন্স ভূল খুজে আপনার একাউন্ট বন্ধ করে সারা জীবনের জন্য, রিভিনিউহিট করে না ।
৯.এডসেন্স রিভিনিউ শেয়ার 68%, রিভিনিউহিট রিভিনিউ শেয়ার 75% ।
১০.এডসেন্স পাশাপাশি অন্য কোম্পানী এডস ব্যবহার নিষিদ্ধ, রিভিনিউহিট ব্যবহার করার অনুমতি আছে ।
১১.এডসেন্স পেমেন্ট করে 23-30 তারিখে মধ্যে, রেভিনিউহিট যে কোন সময় পেমেন্ট করে যদি ২০ ডলার থাকে ।
১২.এডসেন্স এড সাইজ অনুযায়ী রেভিনিউহিট এডস সাইজ আছে ।
তো আপনারা বুঝলেন Revenuehits ইনকামের জন্য সেরা একটি সাইট ।
তাই দেরি না করে জলদি এখান থেকে Revenuehits এ একাউন্ট করুন ।
লিংক টিতে ঢুকে Join now তে ক্লিক করুন । একটি ফরম পাবেন । ফরমটি পূরণ করে জলি একটি একাউন্ট করে ফেলুন ।
কি ভাবে এড্ কোড আপনার ওয়েব সাইডে বসাবেন ?
আপনি লগইন করে নিয়ে, RevenueHits- এর ড্যাসবোর্ডে যান তারপর উপরের মেনুবার থেকে PLACEMENTS-এ ক্লিক করুন PLACEMENTS-এ ক্লিক করার পড়ে নিচে ডান দিকে New Placement এ ক্লিক করুন এবার Desktop Placement সিলেক্ট করুন । এবার একটি উইন্ডোজ আসবে সেখান থেকে আপনার পছন্দ মতো এড সিলেক্ট করে ডাবল ক্লিক করে Banner সিলেক্ট করুন । এখন Placement name আমার পছন্দ মতো নাম দিন ধ এডটি আপনার পছন্দ মত জায়গায় বসান । এবার আপনার পছন্দ মতো এড সাইজ সিলেক্ট করে তারপর New Site বাটন ক্লিক করব এবার একটি উইন্ডোজ আসবে সেখানে আপনার ওয়েব সাইট টির নাম দিন, URL বা লিঙ্ক টি দিন, Category সিলেক্ট করুন, Description যদি দিতে চান তবে দিবেন এবার Save বাটন – এ ক্লিক করুন । আবার এড সাইজটি সিলেক্ট করে সেভ করুন । এবার একটি উইন্ডোজ আসবে, লাল চিহ্নিত জায়গায় ক্লিক করুন কোডের জন্য কোডটুকু কপি করে আপনার ওয়েব সাইট – এ বসান।
ব্যস, আপনার কাজ শেষ।
এডসেন্স এর চেয়ে রেভেনেউহিটস ভাল।

0/Post a Comment/Comments